kalerkantho

শনিবার । ১৬ নভেম্বর ২০১৯। ১ অগ্রহায়ণ ১৪২৬। ১৮ রবিউল আউয়াল ১৪৪১     

এসএসসি প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেবাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

পঞ্চদশ অধ্যায়

বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার

১।        মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১ অনুযায়ী মানবপাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হলো—

            ক) সশ্রম কারাদণ্ডসহ দুই লাখ টাকা অর্থদণ্ড

            খ) মৃত্যুদণ্ডসহ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড

            গ) বিনাশ্রম কারাদণ্ডসহ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড

            ঘ) মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড

২।         সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো—

            i. দারিদ্র্য          ii. সামাজিক কুপ্রথা

            iii. সামাজিক বিশৃঙ্খলা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৩।        জাতীয় শিশুশ্রম নিরসননীতি কত সালে হয়?

            ক) ২০১০ খ) ২০১১ গ) ২০১২ ঘ) ২০১৩

৪।        HIV ভাইরাসের সুপ্তিকাল কয় মাস?

            ক) ৩-৪  খ) ৪-৫  গ) ৬-৭           ঘ) ৮-৯

৫।        নৈরাজ্যের মূল কারণ কোনটি?

            ক) মূল্যবোধের অবক্ষয়            

            খ) আইন-শৃঙ্খলার অবনতি

            গ) রাজনৈতিক বিশৃঙ্খলা                      

            ঘ) স্বজনপ্রীতি

৬।        কিভাবে সমাজকে দুর্নীতিমুক্ত রাখা যাবে?

            ক) প্রচারমাধ্যম সক্রিয় হলে                  

            খ) জনগণ সচেতন হলে

            গ) দুর্নীতিবাজদের শাস্তি দিলে                ঘ) জবাবদিহি নিশ্চিত হলে

৭।        ‘মিলিটারি’-এর অর্থ কোনটি?

            ক) সৈনিক হিসাবে কাজ করা                

            খ) দেশের জন্য কাজ করা

            গ) গেরিলা  ঘ) সাধারণ জনগণ

৮।       সড়ক দুর্ঘটনার বেশির ভাগ কারণ—

            ক) অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালক

            খ) ছোট রাস্তা

            গ) অধিক জনসংখ্যা

            ঘ) অধিক যানবাহন

৯।        (Militant জঙ্গিবাদ) শব্দটি এসেছে—

            ক) ল্যাটিন ভাষা থেকে              খ) বাংলা ভাষা থেকে

            গ) ইংলিশ ভাষা থেকে               ঘ) হিন্দি ভাষা থেকে

১০।      নারী ও শিশুর প্রতি নির্যাতনের জন্য সর্বনিম্ন শাস্তি কত বছর?

            ক) ২  খ) ৩       গ) ৪  ঘ) ৫

১১।      নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণীত হয় কত সালে?

            ক) ২০০০          খ) ২০০১

            গ) ২০০২           ঘ) ২০০৩

১২।      বিশ্ব এইডস দিবস কবে?

            ক) ১ ডিসেম্বর   খ) ১ সেপ্টেম্বর

            গ) ১ অক্টোবর  ঘ) ১ নভেম্বর

১৩।      কোনটিতে এইডস ছড়ায়?

            ক) কাপ            খ) গ্লাস

            গ) কাপড়                      ঘ) এইডস ভাইরাসযুক্ত সিরিঞ্জ

১৪।      বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কারা?

            ক) যাদের মা-বাবা নেই             খ) যারা পথশিশু

            গ) যারা পরিবারে বাস করে না ঘ) যারা শারীরিক-মানসিক প্রতিবন্ধী

১৫।      সমাজে নৈরাজ্য কখন দেখা যায়?

            ক) রাষ্ট্রযন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে

            খ) যখন বিদেশিরা আক্রমণ করে

            গ) যখন অর্থসংকট দেখা দেয়

            ঘ) যখন সামাজিক পরিবর্তন দ্রুত হয়

১৬।     সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে—

            ক) অপরাধ                                           খ) রাজনৈতিক অস্থিতিশীলতা

            গ) নৈতিক অবনতি                   ঘ) সামাজিক নৈরাজ্য

১৭।      সামাজিক নৈরাজ্যের কারণ—

            i. সমাজে আইন-শৃঙ্খলার অবনতি

            ii. অপসংস্কৃতির অনুপ্রবেশ

            iii. মোবাইলের অতিমাত্রায় ব্যবহার

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii                      

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১৮।     জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব—

            i. সামাজিক আন্দোলনের মাধ্যমে

            ii. যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে

            iii. ধর্ম সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii                      

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১৯।      সড়ক দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত হচ্ছে—

            i. সড়ক আইন না মানা

            ii. ত্রুটিযুক্ত যানবাহন

            iii. ড্রাইভারদের অ্যালকোহল গ্রহণ

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii                      

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

২০।      দুর্নীতির মধ্যে পড়ে—

            i. ঘুষ ও স্বজনপ্রীতি

            ii. বল প্রয়োগ ও ভয় প্রদর্শন

            iii. অবৈধ সুযোগ-সুবিধা লাভ

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii                      

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : . ২. ক ৩. ক ৪. গ            ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. ঘ।

মন্তব্যসাতদিনের সেরা