kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

বৈশিষ্ট্য

ফানজাই

[নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ে ফানজাইয়ের ওপর আলোচনা আছে]

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফানজাই

ফানজাই রাজ্যকে ইউক্যারিওটা (সুপার কিংডম ২) কিংডমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা প্রকৃতকোষবিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। যেমন—ইস্ট, Penicillium, মাশরুম।

♦ অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।

♦ দেহ এককোষী অথবা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দিয়ে গঠিত।

♦ এগুলোর নিউক্লিয়াস সুগঠিত।

♦ কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত।

♦ খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে।

মন্তব্যসাতদিনের সেরা