kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি

গণিত

১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেগণিত

প্রশ্নপত্রের ১ নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে ২০টি প্রশ্ন থাকবে, ২০টিরই উত্তর দিতে হবে। মান হবে ২০x১=২০। দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছেন ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. মনজুরুল হক মজুমদার

সংক্ষিপ্ত প্রশ্ন

দ্বিতীয় অধ্যায়

১। দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?

উত্তর : ৯।

২। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো।

উত্তর : ভাজ্য = ভাজক x ভাগফল।

৩। ৬৩৫০০-কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত?

উত্তর : ৬৩৫।

৪। ভাজক ও ভাগশেষের সম্পর্ক কী?

উত্তর : ভাগশেষ < ভাজক।

৫। একটি ভাগ অঙ্কে ভাজক ৪১৬, ভাগফল ৮৯ ও ভাগশেষ ১৩। ভাজ্য কত হলে উক্ত ভাগ অঙ্কটি নিঃশেষে বিভাজ্য হবে?

উত্তর : ৩৭০২৪।

৬। ৬৮৭ x ৫৬ + ২৮ = ৩৮৫০০; এখানে ২৮-কে কী বলে?

উত্তর : ভাগশেষ।

৭। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হবে? 

উত্তর : ০।

৮। ৬৪৬৫ ÷ ১০০ এর ভাগশেষ কত? 

উত্তর : ভাগশেষ ৬৫।

৯। ৭৪৫৩২ ÷ ১০০ = ভাগফল , ভাগশেষ ৩২; খালি ঘরে কত হবে?

উত্তর : ৭৪৫।

১০। ১০০০ কেজি চালের দাম ৫৬০০০ টাকা হলে প্রতি কেজি চালের দাম কত?

উত্তর : ৫৬ টাকা।

১১। ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে ১টি ডিমের দাম কত?

উত্তর : ৯ টাকা।

১২। রায়হান সাহেবের ১০ দিনের আয় ৩০০০ টাকা হলে তাঁর দৈনিক আয় কত?  

উত্তর : ৩০০ টাকা।

১৩। ৯৯০০০-কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর : ৯৯০০

১৪। ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো।

উত্তর : ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল

১৫। ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে?  

উত্তর : ৪টি।

১৬। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য সমান কী?

উত্তর : ভাজ্য = ভাজক x ভাগফল।

১৭। ৫টি আমের দাম ৭৫ টাকা হলে ১টির দাম কত?   

উত্তর : ১৫ টাকা

১৮। কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত?  

উত্তর : ১৫০

১৯। ভাজক x ভাগফল + ভাগশেষ = কী?  

উত্তর : ভাজ্য।

২০। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, ভাজক x ভাগফল = কী? উত্তর : ভাজ্য।

২১। x ভাগফল + ভাগশেষ = ভাজ্য; খালি ঘরে কী হবে? উত্তর : ভাজক।

২২। ভাজ্য = ভাজক x ভাগফল + ; খালি ঘরে  কী হবে? 

উত্তর : ভাগশেষ।

২৩। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, ভাজ্য ÷ = ভাগফল; খালি ঘরে কী হবে?   

উত্তর : ভাজক।

২৪। ভাগশেষ সব সময় কোনটি থেকে ছোট হয়?  

উত্তর : ভাজক।

২৫। < ভাজক; খালি ঘরে কী হবে?

উত্তর : ভাগশেষ।

২৬। ভাজ্য থেকে কোনটি বিয়োগ করলে বিয়োগফল ভাজক ও ভাগফলের গুণফলের সমান হয়?

উত্তর : ভাগশেষ।

২৭। ৬৮৭ x ৫৬ + ২৮ = ৩৮৫০০; এখানে, ৬৮৭-কে কী বলে? 

উত্তর : ভাজক।

২৮। ৩৮৪ ÷ ১২ = ৩২; এখানে, ভাজ্য সংখ্যাটি লেখো।

উত্তর : ৩৮৪।

২৯। ৫৩ ২৬ ÷ ১০০; এখানে বৃত্ত দ্বারা চিহ্নিত সংখ্যাটি কী?

উত্তর : ভাগফল।

৩০। ৫৩ ৯১ ÷ ১০০; এখানে, দাগ চিহ্নিত সংখ্যাটিকে কী বলে?

উত্তর : ভাগশেষ।

মন্তব্যসাতদিনের সেরা