kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

জেএসসি প্রস্তুতি

গণিত

মো. মনজুরুল হক মজুমদার, সিনিয়র শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগণিত

ছবি : মোহাম্মদ আসাদ

সৃজনশীল প্রশ্ন

ক-বিভাগ : পাটিগণিত

১।    তালিকাটি লক্ষ করো :

     ৫, ৮, ১১, ১৪, ...............।

     ক) তালিকার ১ম ও ২য় সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো।       ২

     খ) প্যাটার্নটির একটি সংখ্যা ১২২, তাহলে ১২২ এর পূর্ববর্তী সংখ্যাটি বীজগণিতীয় রাশির সাহায্যে নির্ণয় করো।        ৪

     গ) তালিকার প্রথম ১০০টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো।          ৪

২।    কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ১১২০০ টাকা এবং মুনাফা আসলের  অংশ।

     ক) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধনের প্রতীকী সূত্রদ্বয় লেখো।       ২

     খ) আসল নির্ণয় করো।       ৪

     গ) বার্ষিক ৮% মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা-আসলে ১৪৪০০ টাকা হবে?         ৪

৩।    একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। বাগানের বাইরে চারদিকে ২ মিটার চওড়া একটি পথ আছে।

     ক) বাগানের প্রস্থ ‘ক’ মিটার হলে ক্ষেত্রফল কত?       ২

     খ) বাগানের পরিসীমা নির্ণয় করো।           ৪

     গ) প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ওই পথ বাঁধাতে মোট কত খরচ হবে?

মন্তব্যসাতদিনের সেরা