kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

নবম ও দশম শ্রেণি

হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেহিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

চতুর্থ অধ্যায়

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন

১।    লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক) ২  খ) ৩  গ) ৪  ঘ) ৫

২।    মূলধনজাতীয় ব্যয় কোনটি?

     ক) সুদ প্রদান খ) ভাড়া প্রদান

     গ) মেশিন ক্রয় ঘ) পণ্য ক্রয়

৩।    জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় কোন ধরনের ব্যয়?

     ক) মুনাফাজাতীয়     খ) মূলধনজাতীয়

     গ) বিলম্বিত মুনাফাজাতীয়           ঘ) ব্যবসায় পরিচালন

৪।    কোনটি মুনাফাজাতীয় ব্যয়?

     ক) মূলধনের সুদ     খ) উত্তোলনের সুদ

     গ) বিনিয়োগের সুদ    ঘ) সাধারণ সঞ্চিতি

৫।    বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে—

     i. মুনাফাজাতীয় ব্যয়

     ii. মুনাফাজাতীয় আয়  

     iii. মূলধনজাতীয় ব্যয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৬।    কোন জাতীয় লেনদেন নিয়মিত সংঘটিত হয়?

     ক) মূলধনজাতীয়     খ) মুনাফাজাতীয়

     গ) বিলম্বিত মুনাফাজাতীয়    

     ঘ) সম্পত্তি বাচক

৭।    কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তী হিসাবকালেও পাওয়া যায়?

     ক) অপরিচালন ব্যয়         খ) মুনাফাজাতীয় ব্যয়

     গ) পরিচালন ব্যয়     ঘ) মূলধনজাতীয় ব্যয়

     উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ২০১৮ সালের ১ জানুয়ারি মি. আপেল তাঁর মুদি দোকানের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করেন। ফ্রিজটি দোকানে আনতে এবং বৈদ্যুতিক লাইন সংস্থাপন করতে ১,৫০০ টাকা ব্যয় হয়। কিন্তু দোকানে স্থান সংকুলান না হওয়ায় ফ্রিজটি ৬৪,০০০ টাকায় বিক্রয় করলেন।

৮।    মি. আপেলের ব্যবসায়ে মূলধনজাতীয় ব্যয় হয়েছিল কত টাকা?

     ক) ৫৮,৫০০ টাকা    খ) ৬০,০০০ টাকা

     গ) ৬১,৫০০ টাকা    ঘ) ৬৪,০০০ টাকা

৯।    ফ্রিজটি বিক্রয়ের ফলে ব্যবসায়ের—

     i. মূলধনজাতীয় প্রাপ্তি হবে ৬৪,০০০ টাকা

     ii. মুনাফাজাতীয় ব্যয় হবে ১,৫০০ টাকা

     iii. মূলধনজাতীয় আয় হবে ২,৫০০ টাকা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১০।   যদি মূলধনজাতীয় ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে?

     ক) ব্যাংক ব্যালান্স    খ) দেনাদার

     গ) পাওনাদার ঘ) নিট মুনাফা

১১।   কোনটি মুনাফাজাতীয় প্রাপ্তি?

     ক) শিক্ষানবিশ সেলামি       খ) সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ

     গ) ব্যাংক ঋণ ঘ) কমিশন

১২। মুনাফাজাতীয় প্রদানের ক্ষেত্রে বর্তমান বছরের অংশকে কী বলে?

     ক) সম্পদ    খ) ব্যয়

     গ) দায়     ঘ) মালিকানাস্বত্ব

১৩।   অতিরিক্ত মূলধন নিচের কোনটি?

     ক) মূলধনজাতীয় ব্যয়        খ) মূলধনজাতীয় প্রাপ্তি

     গ) মূলধনজাতীয় আয়        ঘ) মুনাফাজাতীয় প্রাপ্তি

১৪। মুনাফাজাতীয় প্রদানের অন্তর্ভুক্ত থাকে—

      i. চলতি বছরের ব্যয়

      ii. বিগত বছরের ব্যয়

      iii. পরবর্তী বছরের ব্যয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১৫। যন্ত্রপাতি ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ কোন ধরনের প্রাপ্তি?

     ক) মূলধনজাতীয় প্রাপ্তি       খ) মূলধনজাতীয় আয়

     গ) মুনাফাজাতীয় আয়       ঘ) মুনাফাজাতীয় প্রাপ্তি

১৬। নিচের কোনটি মূলধনজাতীয় লেনদেন?

     ক) আসবাবপত্র      খ) মনিহারি

     গ) বিজ্ঞাপন   ঘ) বীমা

১৭। ‘ব্যবসায়প্রতিষ্ঠান স্থানান্তর খরচ’ কোন ধরনের ব্যয়?

     ক) মূলধনজাতীয় খ) বিলম্বিত মুনাফাজাতীয়

     গ) প্রশাসনিক ব্যয়    ঘ) প্রত্যক্ষ ব্যয়

১৮। ব্যাংক থেকে ঋণ গ্রহণ কী?

     ক) মূলধনজাতীয় প্রাপ্তি       খ) মুনাফাজাতীয় আয়

     গ) মোট আয় ঘ) নিট আয়

১৯।   মুনাফাজাতীয় লেনদেন—

      i. স্বল্পমেয়াদি      ii. দীর্ঘমেয়াদি

      iii. নিয়মিত সংঘটিত হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

২০। মুনাফাজাতীয় আয় নয় কোনটি?

     ক) শিক্ষানবিশ সেলামি       খ) কমিশনপ্রাপ্তি

     গ) আসবাবপত্র বিক্রয়        ঘ) ব্যাংক জমার সুদ

 

উত্তর : ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ।

মন্তব্যসাতদিনের সেরা