kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

জেএসসি প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুলতানা নুসরাত জাহান, সিনিয়র শিক্ষক সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ, ঢাকা

৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবহু নির্বাচনী প্রশ্ন

১।   বাংলাদেশের কোন অঞ্চলে এরই মধ্যে মরুকরণ শুরু হয়ে গেছে?

     ক) দক্ষিণাঞ্চলে খ) পূর্বাঞ্চলে       

      গ) পশ্চিমাঞ্চলে    

     ঘ) উত্তরাঞ্চলে

২।   দুর্যোগ প্রস্তুতির প্রয়োজনের সঙ্গে যা সম্পর্কিত—

     i. প্রাণহানি রোধ করা      

      ii. ক্ষয়ক্ষতি কমানো

     iii. দুঃখ-দুর্দশা কমানো

     নিচের কোনটি সঠিক?

     ক) i        খ) i, ii           গ) ii, iii                     ঘ) i, ii ও iii

৩।   গ্রিনহাউস গ্যাস হলো—

     i. নাইট্রোজেন      

     ii. নাইট্রাস অক্সাইড

     iii. মিথেন

     নিচের কোনটি সঠিক?

     ক) i        খ) i, ii           গ) ii, iii                     ঘ) i, ii ও iii

৪।   কোন দুর্যোগের আগে পুকুর খনন করা উচিত?

      ক) নদীভাঙন            খ) ভূমিকম্প  

      গ) টর্নেডো   ঘ) খরা

৫।   যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?

     ক) মেজর জেনারেল জ্যাকব       

      খ) লে. জেনারেল জগজিৎ সিং অরোরা    

     গ) গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার         

      ঘ) মেজর জেনারেল নাগরা

৬।   সীমিত সম্পদ থেকে অনেক কিছু তৈরি করার জন্য যা 

      করতে হবে—

      ক) শিল্পায়ন            খ) পুঁজি বিনিয়োগ   

      গ) বিদেশি বিনিয়োগ       ঘ) সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন

৭।   যুগান্তকারী ঘটনা হিসেবে প্রবর্তিত রপ্তানিমুখী শিল্প 

      কোনটি?

      ক) পাটশিল্প  খ) চিনিশিল্প 

      গ) চামড়াশিল্প     

     ঘ) পোশাকশিল্প

৮।  বিশ্ব অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধিত হওয়ার সম্ভাবনা 

     ঘটেছে কেন?

     ক) দ্রুত শিল্পায়নের জন্য    

     খ) জনসংখ্যা হ্রাস পাওয়ায়   

     গ) ডলারের দাম বৃদ্ধি পাওয়ায়

     ঘ) শেয়ার বাজারের প্রতিযোগিতা বাড়ায়

৯।  মুক্তিযুদ্ধকালীন উপদেষ্টা পরিষদ যে কারণে গঠিত

     হয়েছিল—

     ক) মুক্তিবাহিনীকে উৎসাহ

     দেয়ার জন্য  

     খ) বিভিন্ন সেক্টরগুলো সমন্বয়ের জন্য  

     গ) জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য 

      ঘ) মুক্তিযোদ্ধাদের উপদেশ দেওয়ার জন্য

১০।  ইংরেজ শাসকদের দ্বারা বাংলাকে বিভক্ত করার              

      পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপকভাবে স্বদেশি চেতনা সৃষ্টি 

      হয় কবে?

      ক) ১৯০০ সালে                    খ) ১৯০৫ সালে    

     গ) ১৯১০ সালে                     ঘ) ১৯১১ সালে

১১।  পাল রাজাদের পর কোন রাজবংশ বাংলায় রাজত্ব শুরু করেছিল?

     ক) গুপ্ত রাজবংশ                     খ) সেন রাজবংশ

     গ) চন্দ্র রাজবংশ                     ঘ) মৌর্য রাজবংশ

১২।  সেনারা এসেছিল

      ক) দক্ষিণ ভারত থেকে     

      খ) বিহার থেকে

      গ) মিসর থেকে                 ঘ) সৌদি আরব থেকে

উত্তর : ১. ঘ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. খ ১১. খ ১২. ক।

মন্তব্যসাতদিনের সেরা