kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

প্রাথমিক শিক্ষা সমাপনী
১০০% যোগ্যতাভিত্তিক

বাংলা

নাহিদ সুলতানা, সহকারী শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাংলা

► পরীক্ষায় ১০ নম্বর প্রশ্নে থাকবে বিপরীত শব্দ/সমার্থক শব্দ লিখন (৭টির মধ্যে ৫টির উত্তর দিতে হবে, মান হবে ৫)। আজ থাকছে কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

নমুনা-১

ক) যুদ্ধ - শান্তি খ) ক্ষুদ্র - বৃহৎ

গ) অর্জন - বর্জন ঘ) দুরন্ত - শান্ত

ঙ) হালকা - ভারী চ) ধ্বংস - সৃষ্টি

ছ) আসা - যাওয়া

 

নমুনা-২

ক) আকাশ - পাতাল খ) সৌভাগ্য - দুর্ভাগ্য গ) আশীর্বাদ - অভিশাপ

ঘ) গৌরব - গ্লানি ঙ) বিলুপ্ত - বিদ্যমান

চ) প্রাকৃতিক - কৃত্রিম ছ) আলো - আঁধার

 

নমুনা-৩

ক) দক্ষ - অদক্ষ খ) নির্জন - লোকালয় গ) বিস্বাদ - স্বাদ ঘ) দূর - নিকট

ঙ) স্বাধীন - পরাধীন চ) সঞ্চয় - অপচয় ছ) ধ্বনি - নিঃশব্দ

 

নমুনা-৪

ক) প্রবেশ - প্রস্থান খ) জীবন - মরণ

গ) স্বদেশ - বিদেশ ঘ) জোয়ার - ভাটা ঙ) উজান -ভাটি চ) স্বাস্থ্যকর - অস্বাস্থ্যকর ছ) শ্বাস - প্রশ্বাস

 

   নমুনা-৫

ক) প্রকাশ - গোপন খ) বন্ধুর - সমতল গ) তৃষ্ণা - বিতৃষ্ণা ঘ) ডোবা - ভাসা

ঙ) হাসি - কান্না চ) সকাল-সন্ধ্যা

ছ) সুন্দর - অসুন্দর 

 

নমুনা-৬

ক) প্রিয় - অপ্রিয় খ) জন্ম - মৃত্যু

গ) আপন - পর ঘ) খ্যাতি - কুখ্যাতি

ঙ) ঘুমন্ত - জাগ্রত চ) শ্রদ্ধা - অশ্রদ্ধা

ছ) দৃশ্যমান - অদৃশ্য

 

নমুনা-৭

ক) রাজা - প্রজা খ) রানি - দাসী

গ) যত্ন - অযত্ন ঘ) চতুর - বোকা

ঙ) অহংকার - নিরহংকার

চ) খুশি - অখুশি ছ) ভালো - মন্দ

 

নমুনা-৮

ক) অধম - উত্তম খ) অলস - পরিশ্রমী গ) অসীম - সসীম ঘ) অসম্মান - সম্মান ঙ) অবতরণ - উত্তরণ চ) অম্ল - মধুর

ছ) তেতো - মিঠা

 

নমুনা-৯

ক) দাতা - গ্রহীতা খ) অকৃত্রিম - কৃত্রিম গ) অস্থির - স্থির ঘ) অস্থায়ী - স্থায়ী

ঙ) অনাদর - আদর

চ) চিরায়ত - সাময়িক ছ) আসল - নকল

 

নমুনা-১০

ক) আবশ্যক - অনাবশ্যক খ) আর্দ্র - শুষ্ক গ) আকর্ষণ - বিকর্ষণ ঘ) তাপ - শৈত্য

ঙ) আমদানি - রপ্তানি চ) আরম্ভ - শেষ ছ) আগমন - প্রত্যাগমন

মন্তব্যসাতদিনের সেরা