ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭
বিশেষ প্রস্তুতি

এসএসসি মডেল টেস্ট হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

  • বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)
সুধীর বরণ মাঝি শিক্ষক হাইমচর মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
সুধীর বরণ মাঝি শিক্ষক হাইমচর মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
শেয়ার
এসএসসি মডেল টেস্ট হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

১।   ধর্ম শব্দের অর্থ কী?

     (ক) ধারণ করা           (খ) আরোহণ করা   (গ) জ্ঞান আরোহণ   (ঘ) দীক্ষা গ্রহণ

২।   কলিযুগের অস্তে অবতার হিসেবে কার আবির্ভাব ঘটবে?

     (ক) কূর্ম (খ) বরাহ (গ) বামন (ঘ) কল্কি

৩।   ঈশ্বরের সাকার রূপ কারা?

     (ক) মুনি-ঋষি            (খ) দেব-দেবী      (গ) যোগী-সন্ন্যাসী   (ঘ) সাধক-সাধিকা

৪।

   রোগ প্রতিরোধকারী দেবী কে?

     (ক) লক্ষ্মী (খ) দুর্গা (গ) কালী (ঘ) শীতলা

৫।   পরমাত্মার মৃত্যু নেই, কারণ পরমাত্মা—

     i. শাশ্বত          ii. অজ, নিত্য      iii. কোন কারণে উৎপত্তি হয়নি

     নিচের কোনটি সঠিক

     (ক) i, রর (খ) i, ররর (গ) ii, ররর (ঘ) i, ii ও iii

৬।   জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগকে কী বলে?

     (ক) যোগশাস্ত্র       (খ) যোগ সাধনা    (গ) যোগ দর্শন           (ঘ) যোগাঙ্গ

৭।   সন্ন্যাস শব্দের অর্থ কী?

     (ক) সম্পূর্ণরূপে ত্যাগ (খ) কর্ম পরিত্যাগ    (গ) গৃহ ত্যাগ           (ঘ) ভোগাকাঙ্ক্ষা ত্যাগ

৮।

   গার্হস্থ্য কলিযুগের জন্য উত্তম আশ্রম কারণ—

     i. এর মধ্য থেকে মানুষ সমাজের প্রতি তার কর্তব্য পালন করে

     ii. জাগতিক সব কর্ম পরিত্যাগ করে শুধু ঈশ্বর চিন্তায়ই মগ্ন থাকেন

            iii. এতে মানুষের জীবন সার্থক ও কল্যাণময় হয়

     নিচের কোনটি সঠিক

     (ক) র, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii ও iii

     অনুচ্ছেদটি পড়ে ৯, ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও

     গোবিন্দ বাবু একজন সাধারণ গৃহস্থ। সংসারে সন্তান প্রতিপালন ও অর্থ উপার্জন সব ক্ষেত্রেই তিনি ঈশ্বরে কর্মফল অর্পণ করে কর্ম করার চেষ্টা করেন। এটাই তাঁর জীবনের মূল লক্ষ্য; কিন্তু মাঝে মাঝে বৃদ্ধ বয়সে তাঁর ভরণ-পোষণের দায়িত্ব তাঁর সন্তানরা নেবেন কি না এটা ভেবেও শঙ্কিত হন।

৯।

   ঈশ্বরে কর্মফল অর্পণে গোবিন্দ বাবুর মূল লক্ষ্য ছিল কোনটি?

     (ক) জ্ঞান (খ) ভক্তি (গ) মোক্ষ (ঘ) কর্ম

১০।  লক্ষ্য অর্জনে গোবিন্দ বাবুর করণীয়—

     র. নিষ্কাম কর্ম রর. সকাম কর্ম ররর. আবশ্যিক কর্ম

     নিচের কোনটি সঠিক

     (ক) র (খ) র, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

১১।  হিন্দু ধর্মের ক্রমবিকাশকে কয়টি স্তরে বিভক্ত করা হয়েছে?

     (ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) চারটি

১২।  কোন মহাপুরুষের প্রেমভক্তি অনুসরণ করে বাঙালি হিন্দু ধর্ম চেতনার আকাশে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব ঘটে?

     (ক) ঠাকুর অনুকুলচন্দ্র   (খ) ড. মহানামব্রত ব্রহ্মচারী (গ) শ্রীচৈতন্য মহাপ্রভু      (ঘ) হরিচাঁদ ঠাকুর

১৩।  স্মৃতি শাস্ত্র বলতে বোঝায়—

     i. জাগতিক ও পরমার্থিক চিন্তার ক্রমবিকাশ    ii. জ্ঞান, ভক্তি ও রাজযোগের সমন্বয়       iii. কর্ম ও জ্ঞানের সংযোগ স্থাপন

     নিচের কোনটি সঠিক?

     (ক) i, ii (খ) ii, iii (গ) iii (ঘ) i, রর ও iii

     অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     নৃপেন্দ্রনাথ মুখার্জি একজন উদার মনের মানুষ।

তিনি তাঁর পিতার মৃত্যুবার্ষিকীতে অষ্টপ্রহর নাম যজ্ঞের আয়োজন করেন। সেখানে তাঁর গ্রামের উঁচু-নিচু, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানান। তাঁর বাড়িতে সবাই নাম সংকীর্তনে মেতে ওঠেন।

১৪।  উদ্দীপকে নৃপেন্দ্রনাথের চরিত্রে তোমার পঠিত কোন মহাপুরুষের আদর্শ ফুটে উঠেছে?

     (ক) স্বামী স্বরূপানন্দ (খ) ঠাকুর অনুকুলচন্দ্র (গ) হরিচাঁদ ঠাকুর   (ঘ) শ্রীচৈতন্যদেব

১৫।  উক্ত মহাপুরুষের মতাদর্শ থেকে উদ্ভব হয়েছে—

   

  (ক) ভক্তিবাদ       (খ) মাতুয়াবাদ      (গ) অযাচক আশ্রম   (ঘ) সৎসঙ্গ সংগঠন

১৬।  আর্যরা কোথায় বসবাস করতে থাকে?

     (ক) সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে          (খ) গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে          (গ) মিসরীয় অঞ্চলে                 (ঘ) কৃষ্ণ নদের তীরবর্তী অঞ্চলে

১৭।  পার্থ কার আরেক নাম?

     (ক) শ্রীকৃষ্ণের       (খ) অর্জুনের (গ) ভীমের        (ঘ) যুধিষ্ঠির

১৮।  যিনি পরমেশ্বরের জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট— র. শ্রীচৈতন্য        রর. শ্রীরামনন্দ      ররর. অক্ষরাবাদ

     নিচের কোনটি সঠিক?

     (ক) র, রর (খ) রর, ররর (গ) iii (ঘ) i, ii ও iii

১৯।  কত সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেন?

     (ক) ১৮৯৪ সালে         (খ) ১৮৯৬ সালে    (গ) ১৮৯৭ সালে         (ঘ) ১৮৯০ সালে

২০।  বাবা লোকনাথ ব্রহ্মচারীর নৈতিক আদর্শের মূলমন্ত্র ছিল—

     i. সততা, নিষ্ঠা ii. সংযম, সাম্য iii. সেবা

     নিচের কোনটি সঠিক?

     (ক) i (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

২১।  নবান্ন উৎসবে কোন দেবীর পূজা করা হয়?

     (ক) সরস্বতী (খ) লক্ষ্মী (গ) দুর্গা (ঘ) মনসা

২২।  চৈত্রসংক্রান্তির প্রধান উৎসব কোনটি?

     (ক) জামাইষষ্ঠি           (খ) দোলযাত্রা      (গ) দীপাবলি       (ঘ) শিবপূজা

     অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     নবম শ্রেণির ছাত্র অয়ন পহেলা বৈশাখের সকালে ইলিশ-পান্তা খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সবার সঙ্গে আনন্দ উপভোগ করে। এ আনন্দ উৎসব তার কাছে ছিল মহামিলন মেলা।

২৩।  অয়ন গ্রামে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে?

     (ক) সংক্রান্তি       (খ) গৃহে প্রবেশ     (গ) বর্ষবরণ        (ঘ) নবান্ন

২৪।  সামাজিক ও পারিবারিক জীবনে উক্ত অনুষ্ঠানটি অয়নের জীবনে এক মহামিলন মেলা। কারণ এ অনুষ্ঠানটি—         

     i. সর্বজনীন        ii. অসাম্প্রদায়িক চেতনার মিলন           (iii) ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কিত

     নিচের কোনটি সঠিক?

     (ক) i, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii ও iii

২৫।  নামযজ্ঞ অনুষ্ঠানে যেভাবে কৃষ্ণনাম বা কীর্তন করা হয়—

     i. বিভিন্ন সুরে       ii. বিভিন্ন তালে     iii. বিভিন্ন ছন্দে

     নিচের কোনটি সঠিক?

     (ক) র  (খ) র, ররর (গ) রর, ররর (ঘ) র, রর ও ররর

২৬।  নারী-পুরুষ পরস্পর শপথ করে মাল্যবিনিময়ের মাধ্যমে কোন বিয়ে সংঘটিত হয়?

     (ক) প্রজাপত্য       (খ) গান্ধার্ব   (গ) অসুর         (ঘ) ব্রাহ্ম

২৭।  সমাবর্তন বলতে কিরূপ অনুষ্ঠান বোঝায়?

     (ক) পাঠ গ্রহণের উদ্দেশ্যে গুরুগৃহে গমন          (খ) পাঠ গ্রহণের শেষে গুরুকে মূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূল্যবান উপহার প্রদান (গ) পাঠ শেষে গুরুগৃহ থেকে বিদায়ানুষ্ঠান     (ঘ) পাঠ শেষে গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসা

     অনুচ্ছেদটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     গোপাল তার ঠাকুরদার একমাত্র নাতি। চোখের সামনে ঠাকুরদার মৃত্যুতে সে শোকাহত। গোপাল দেখে মৃত্যুর পর তার ঠাকুরদার দেহটিকে ফুলের মালা ও চন্দন দিয়ে সাজিয়ে তার বাবা ও পাড়া-প্রতিবেশীরা শ্মশানে নিয়ে যায়। শাস্ত্র অনুযায়ী গোপাল ও তার বাবা-মা বারো দিন অশৌচ পালন করে।

২৮।  গোপালের ঠাকুরদাকে শ্মশানে নিয়ে যাওয়ার কারণ কী?

     (ক) হবিষ্যান্ন পালন                   (খ) নামযজ্ঞ অনুষ্ঠান সমপন্ন             (গ) আদ্যশ্রাদ্ধ সম্পন্ন                  (ঘ) অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

২৯।  তাদের অশৌচ পালনের মাধ্যমে অর্জিত হবে—

     (i) শ্রাদ্ধ করার উপযুক্ততা               (ii) আত্মার শান্তি কামনায় নিজেদের প্রস্তুত করা (iii) শাস্ত্রীয় বিধি-বিধান পালন করা

     নিচের কোনটি সঠিক?

     (ক) i, ii          (খ) ii, iii         (গ) i, iii         (ঘ) i, ii ও iii

৩০।  স্মৃতিশাস্ত্রে কয়টি সংস্কারের উল্লেখ আছে?

     (ক) ৮টি          (খ) ১০টি         (গ) ১২টি         (ঘ) ১৪টি

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৩০।        আমাদের সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণ

  ক. বেকারত্ব ও কুসংস্কার     খ. দারিদ্র্য ও অশিক্ষা

  গ. বাল্যবিবাহ ও বহুবিবাহ
ঘ. পণ প্রথা ও পর্দা প্রথা

  উত্তর : খ. দারিদ্র্য ও অশিক্ষা

৩১।        বিশ্বব্যাপী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস কবে থেকে পালিত হয়ে আসছে?

  ক. ১৮৫৭    খ. ১৯০৮

  গ. ১৯৭৭     ঘ. ১৯৩৭

  উত্তর : গ. ১৯৭৭

৩২।        নারী-পুরুষের কিসের ব্যবধান কমাতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস?

  ক. সামাজিক ও অর্থনৈতিক
খ. সামাজিক ও রাজনৈতিক

  গ. অর্থনৈতিক ও রাজনৈতিক
ঘ. শিক্ষা ও শ্রম

  উত্তর : ক. সামাজিক ও অর্থনৈতিক

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান
সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। অঙ্কন : প্রসূন হালদার

চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি

জ্ঞানমূলক প্রশ্ন

১। শ্বসনিক বস্তু কী?

  উত্তর : শ্বসন প্রক্রিয়ায় যে যৌগিক বস্তু জড়িত হয়ে সরল বস্তুতে পরিণত হয় সেসব বস্তুকে শ্বসনিক বস্তু বলে। যেমনশর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব এসিড।

২।

অবাত শ্বসন কী?

  উত্তর : যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তাকে অবাত শ্বসন বলে।

৩। ফার্মেন্টেশন কী?

  উত্তর : কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অণু অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক এসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বলে।

৪।

ফটোলাইসিস কী?

  উত্তর : সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, প্রোটন/হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে।

৫।        C3 উদ্ভিদ কী?

  উত্তর : ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ৩-ফসফোগ্লিসারিক এসিড।

এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ ৩-কার্বনবিশিষ্ট বিধায় এই চক্রকে  C3 চক্র বলে। যেসব উদ্ভিদ C3 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ করে তাদেরকে C3 উদ্ভিদ বলে।

৬। জীবনীশক্তি কী?

  উত্তর : জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলই হচ্ছে জীবনীশক্তি।

৭।

ফটোফসফোরাইলেশন কী?

  উত্তর : আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে ADP  ও অজৈব ফসফেট (Pi)  এর সঙ্গে মিলিত হয়ে ATP  তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে।

৮। NADPH  শব্দের পূর্ণরূপ লেখো।

  উত্তর :  NADPH শব্দের পূর্ণরূপ হলো বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট।

৯।        সালোক সংশ্লেষণ কী?

  উত্তর : যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাই-অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে।

১০।  ATP-কে জৈবমুদ্রা বলা হয় কেন?

  উত্তর : ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP  তৈরি হয়। ATP

শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এ জন্য ATP-কে জৈবমুদ্রা বলা হয়।

১১।       C4 উদ্ভিদ কী?

  উত্তর : হ্যাচ ও স্ন্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ৪-অক্সালো অ্যাসিটিক এসিড। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ ৪-কার্বনবিশিষ্ট বিধায় এই চক্রকে C4 চক্র বলে। যেসব উদ্ভিদ C4 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ করে তাদের C4 উদ্ভিদ বলে।

১২।       শ্বসন কী?

  উত্তর : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহ যৌগিক খাদ্যদ্রব্যগুলো জারিত করে সরল দ্রব্যে পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে।

 

মন্তব্য

ভর্তির খোঁজখবর : জাতীয় বিশ্ববিদ্যালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর : জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে নির্দিষ্ট চারটি কোর্স হলোএলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

 

যোগ্যতা

মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের স্বীকৃত বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০২১/২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩/২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করতে হবে। পয়েন্ট থাকতে হবে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০।

বিজ্ঞান শাখায় উক্ত পরীক্ষাগুলোর প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ ৭.৫০ থাকতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট), ডিপ্লোমা-ইন-কমার্স ও এইচএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থীরাও উপরের শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

 

আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে এরই মধ্যে আবেদন ফরম পাওয়া যাচ্ছে। আবেদন ফি এক হাজার টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে এই ফি জমা দেওয়া যাবে। আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে ৩১ জুলাই রাত ১২টার মধ্যে। অনলাইন থেকে আবেদন ফরমের প্রিন্ট কপি ৭ আগস্টের মধ্যে সংগ্রহ করার সুযোগ থাকবে।


ভর্তি পরীক্ষা : ৫ সেপ্টেম্বর, শুক্রবার।

সময় : এক ঘণ্টা (সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)।


ঢাকা ও গাজীপুর মহানগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে এই পরীক্ষা হবে।

 

ওয়েবসাইট
www.nu.ac.bd/admissions

 

 

মন্তব্য

মজার গণিত

শেয়ার
মজার গণিত

  ম্যাজিকাল সংখ্যা ৯

  গণিতের দুনিয়ায় এমন কিছু সংখ্যা আছে, যাদের মাঝে লুকিয়ে থাকে মজার মজার রহস্য। ঠিক তেমনই একটি সংখ্যা ৯। সংখ্যাটি নিজের মধ্যে ধরে রেখেছে অসাধারণ কিছু গুণ। চলুন দেখি ৯-এর কিছু চমকপ্রদ ও মজার দিক

 

৯ এর সঙ্গে কোনো পূর্ণসংখ্যা গুণ করলে গুণফলের অঙ্কগুলোর যোগফল সব সময় ৯ হয়।

  উদাহরণ

  ৯ x ৩ = ২৭
অঙ্কগুলোর যোগফল, ২ + ৭ = ৯

  ৯ x ৯ = ৮১
অঙ্কগুলোর যোগফল, ৮ + ১ = ৯

  ৯ x ১১ = ৯৯
অঙ্কগুলোর যোগফল, ৯ + ৯ = ১৮
আবার, ১৮-এর অঙ্কগুলোর যোগফল,
১ + ৮ = ৯

  ৯ x ১৭ = ১৫৩
অঙ্কগুলোর যোগফল, ১ + ৫ + ৩ = ৯

 

যেকোনো সংখ্যার অঙ্কগুলো যোগ করে সেই যোগফল মূল সংখ্যা থেকে বাদ দিলে বিয়োগফলের অঙ্কগুলোর যোগফল সব সময় ৯ বা ৯-এর গুণিতক হয়।

  উদাহরণ

  ৫২৭-এর অঙ্কগুলোর যোগফল,
৫+২+৭ = ১৪

  মূল সংখ্যা ৫২৭ থেকে অঙ্কগুলোর যোগফল ১৪ বিয়োগ করি,

  ৫২৭ ্ল ১৪ = ৫১৩

  বিয়োগফলের অঙ্কগুলোর যোগফল,

  ৫ + ১ + ৩ = ৯

 

৯ এর নামতা শেখা যায় হাতের আঙুল গুনে। 

  যেমন, ৯ x ৪ = ?
এর মান বের করতে চাইলে বাম হাতের চার নম্বর আঙুলটি ভাঁজ করো। এখন দেখো ভাঁজ করা আঙুলের আগে আছে তিনটি আঙুল।

৩ দশকের ঘরে বসাও। এর পর ভাঁজ করা আঙুলের পরে গুনে দেখো কয়টি আঙুল আছে? অবশ্যই ছয়টি আঙুল। ৬ এককের ঘরে বসাও। তাহলে সংখ্যাটি দাঁড়ায় ৩৬।

  এই ৩৬-ই তোমাদের কাঙ্ক্ষিত মান। বোঝার সুবিধার্থে নিচের ছবিটা লক্ষ করতে পারো।

সৈয়দা জুয়েলী আকতার

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ