১। ধর্ম শব্দের অর্থ কী?
(ক) ধারণ করা (খ) আরোহণ করা (গ) জ্ঞান আরোহণ (ঘ) দীক্ষা গ্রহণ
২। কলিযুগের অস্তে অবতার হিসেবে কার আবির্ভাব ঘটবে?
(ক) কূর্ম (খ) বরাহ (গ) বামন (ঘ) কল্কি
৩। ঈশ্বরের সাকার রূপ কারা?
(ক) মুনি-ঋষি (খ) দেব-দেবী (গ) যোগী-সন্ন্যাসী (ঘ) সাধক-সাধিকা
৪।
রোগ প্রতিরোধকারী দেবী কে?
(ক) লক্ষ্মী (খ) দুর্গা (গ) কালী (ঘ) শীতলা
৫। পরমাত্মার মৃত্যু নেই, কারণ পরমাত্মা—
i. শাশ্বত ii. অজ, নিত্য iii. কোন কারণে উৎপত্তি হয়নি
নিচের কোনটি সঠিক
(ক) i, রর (খ) i, ররর (গ) ii, ররর (ঘ) i, ii ও iii
৬। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগকে কী বলে?
(ক) যোগশাস্ত্র (খ) যোগ সাধনা (গ) যোগ দর্শন (ঘ) যোগাঙ্গ
৭। সন্ন্যাস শব্দের অর্থ কী?
(ক) সম্পূর্ণরূপে ত্যাগ (খ) কর্ম পরিত্যাগ (গ) গৃহ ত্যাগ (ঘ) ভোগাকাঙ্ক্ষা ত্যাগ
৮।
গার্হস্থ্য কলিযুগের জন্য উত্তম আশ্রম কারণ—
i. এর মধ্য থেকে মানুষ সমাজের প্রতি তার কর্তব্য পালন করে
ii. জাগতিক সব কর্ম পরিত্যাগ করে শুধু ঈশ্বর চিন্তায়ই মগ্ন থাকেন
iii. এতে মানুষের জীবন সার্থক ও কল্যাণময় হয়
নিচের কোনটি সঠিক
(ক) র, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৯, ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও
গোবিন্দ বাবু একজন সাধারণ গৃহস্থ। সংসারে সন্তান প্রতিপালন ও অর্থ উপার্জন সব ক্ষেত্রেই তিনি ঈশ্বরে কর্মফল অর্পণ করে কর্ম করার চেষ্টা করেন। এটাই তাঁর জীবনের মূল লক্ষ্য; কিন্তু মাঝে মাঝে বৃদ্ধ বয়সে তাঁর ভরণ-পোষণের দায়িত্ব তাঁর সন্তানরা নেবেন কি না এটা ভেবেও শঙ্কিত হন।
৯।
ঈশ্বরে কর্মফল অর্পণে গোবিন্দ বাবুর মূল লক্ষ্য ছিল কোনটি?
(ক) জ্ঞান (খ) ভক্তি (গ) মোক্ষ (ঘ) কর্ম
১০। লক্ষ্য অর্জনে গোবিন্দ বাবুর করণীয়—
র. নিষ্কাম কর্ম রর. সকাম কর্ম ররর. আবশ্যিক কর্ম
নিচের কোনটি সঠিক
(ক) র (খ) র, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii
১১। হিন্দু ধর্মের ক্রমবিকাশকে কয়টি স্তরে বিভক্ত করা হয়েছে?
(ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) চারটি
১২। কোন মহাপুরুষের প্রেমভক্তি অনুসরণ করে বাঙালি হিন্দু ধর্ম চেতনার আকাশে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব ঘটে?
(ক) ঠাকুর অনুকুলচন্দ্র (খ) ড. মহানামব্রত ব্রহ্মচারী (গ) শ্রীচৈতন্য মহাপ্রভু (ঘ) হরিচাঁদ ঠাকুর
১৩। স্মৃতি শাস্ত্র বলতে বোঝায়—
i. জাগতিক ও পরমার্থিক চিন্তার ক্রমবিকাশ ii. জ্ঞান, ভক্তি ও রাজযোগের সমন্বয় iii. কর্ম ও জ্ঞানের সংযোগ স্থাপন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii (গ) iii (ঘ) i, রর ও iii
অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নৃপেন্দ্রনাথ মুখার্জি একজন উদার মনের মানুষ।
তিনি তাঁর পিতার মৃত্যুবার্ষিকীতে অষ্টপ্রহর নাম যজ্ঞের আয়োজন করেন। সেখানে তাঁর গ্রামের উঁচু-নিচু, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানান। তাঁর বাড়িতে সবাই নাম সংকীর্তনে মেতে ওঠেন।
১৪। উদ্দীপকে নৃপেন্দ্রনাথের চরিত্রে তোমার পঠিত কোন মহাপুরুষের আদর্শ ফুটে উঠেছে?
(ক) স্বামী স্বরূপানন্দ (খ) ঠাকুর অনুকুলচন্দ্র (গ) হরিচাঁদ ঠাকুর (ঘ) শ্রীচৈতন্যদেব
১৫। উক্ত মহাপুরুষের মতাদর্শ থেকে উদ্ভব হয়েছে—

(ক) ভক্তিবাদ (খ) মাতুয়াবাদ (গ) অযাচক আশ্রম (ঘ) সৎসঙ্গ সংগঠন
১৬। আর্যরা কোথায় বসবাস করতে থাকে?
(ক) সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে (খ) গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে (গ) মিসরীয় অঞ্চলে (ঘ) কৃষ্ণ নদের তীরবর্তী অঞ্চলে
১৭। পার্থ কার আরেক নাম?
(ক) শ্রীকৃষ্ণের (খ) অর্জুনের (গ) ভীমের (ঘ) যুধিষ্ঠির
১৮। যিনি পরমেশ্বরের জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট— র. শ্রীচৈতন্য রর. শ্রীরামনন্দ ররর. অক্ষরাবাদ
নিচের কোনটি সঠিক?
(ক) র, রর (খ) রর, ররর (গ) iii (ঘ) i, ii ও iii
১৯। কত সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেন?
(ক) ১৮৯৪ সালে (খ) ১৮৯৬ সালে (গ) ১৮৯৭ সালে (ঘ) ১৮৯০ সালে
২০। বাবা লোকনাথ ব্রহ্মচারীর নৈতিক আদর্শের মূলমন্ত্র ছিল—
i. সততা, নিষ্ঠা ii. সংযম, সাম্য iii. সেবা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii
২১। নবান্ন উৎসবে কোন দেবীর পূজা করা হয়?
(ক) সরস্বতী (খ) লক্ষ্মী (গ) দুর্গা (ঘ) মনসা
২২। চৈত্রসংক্রান্তির প্রধান উৎসব কোনটি?
(ক) জামাইষষ্ঠি (খ) দোলযাত্রা (গ) দীপাবলি (ঘ) শিবপূজা
অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নবম শ্রেণির ছাত্র অয়ন পহেলা বৈশাখের সকালে ইলিশ-পান্তা খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সবার সঙ্গে আনন্দ উপভোগ করে। এ আনন্দ উৎসব তার কাছে ছিল মহামিলন মেলা।
২৩। অয়ন গ্রামে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে?
(ক) সংক্রান্তি (খ) গৃহে প্রবেশ (গ) বর্ষবরণ (ঘ) নবান্ন
২৪। সামাজিক ও পারিবারিক জীবনে উক্ত অনুষ্ঠানটি অয়নের জীবনে এক মহামিলন মেলা। কারণ এ অনুষ্ঠানটি—
i. সর্বজনীন ii. অসাম্প্রদায়িক চেতনার মিলন (iii) ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কিত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii ও iii
২৫। নামযজ্ঞ অনুষ্ঠানে যেভাবে কৃষ্ণনাম বা কীর্তন করা হয়—
i. বিভিন্ন সুরে ii. বিভিন্ন তালে iii. বিভিন্ন ছন্দে
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র, ররর (গ) রর, ররর (ঘ) র, রর ও ররর
২৬। নারী-পুরুষ পরস্পর শপথ করে মাল্যবিনিময়ের মাধ্যমে কোন বিয়ে সংঘটিত হয়?
(ক) প্রজাপত্য (খ) গান্ধার্ব (গ) অসুর (ঘ) ব্রাহ্ম
২৭। সমাবর্তন বলতে কিরূপ অনুষ্ঠান বোঝায়?
(ক) পাঠ গ্রহণের উদ্দেশ্যে গুরুগৃহে গমন (খ) পাঠ গ্রহণের শেষে গুরুকে মূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূল্যবান উপহার প্রদান (গ) পাঠ শেষে গুরুগৃহ থেকে বিদায়ানুষ্ঠান (ঘ) পাঠ শেষে গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসা
অনুচ্ছেদটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গোপাল তার ঠাকুরদার একমাত্র নাতি। চোখের সামনে ঠাকুরদার মৃত্যুতে সে শোকাহত। গোপাল দেখে মৃত্যুর পর তার ঠাকুরদার দেহটিকে ফুলের মালা ও চন্দন দিয়ে সাজিয়ে তার বাবা ও পাড়া-প্রতিবেশীরা শ্মশানে নিয়ে যায়। শাস্ত্র অনুযায়ী গোপাল ও তার বাবা-মা বারো দিন অশৌচ পালন করে।
২৮। গোপালের ঠাকুরদাকে শ্মশানে নিয়ে যাওয়ার কারণ কী?
(ক) হবিষ্যান্ন পালন (খ) নামযজ্ঞ অনুষ্ঠান সমপন্ন (গ) আদ্যশ্রাদ্ধ সম্পন্ন (ঘ) অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
২৯। তাদের অশৌচ পালনের মাধ্যমে অর্জিত হবে—
(i) শ্রাদ্ধ করার উপযুক্ততা (ii) আত্মার শান্তি কামনায় নিজেদের প্রস্তুত করা (iii) শাস্ত্রীয় বিধি-বিধান পালন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii ও iii
৩০। স্মৃতিশাস্ত্রে কয়টি সংস্কারের উল্লেখ আছে?
(ক) ৮টি (খ) ১০টি (গ) ১২টি (ঘ) ১৪টি