kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

এইচএসসি প্রস্তুতি

বাংলা প্রথম পত্র

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন

মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবাংলা প্রথম পত্র

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিড়াল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

১।         তেলা মাথায় কী দেওয়া মনুষ্য জাতির রোগ?

            ক) তেল               খ) পানি

            গ) আঘাত                         ঘ) ওষুধ

২।         কমলাকান্তের মতে ক্ষুদ্র শব্দটি কেমন ছিল?

            ক) উফ্   খ) মেও

            গ) ছি!    ঘ) ইস্

৩।         ‘বিড়াল’ রচনায় গাভিটির নাম কী?

            ক) প্রসন্ন খ) মঙ্গলা

            গ) মার্জারি            ঘ) চারপায়ী

৪।         কমলাকান্ত কী সেবন করতেন?

            ক) তামাক            খ) ভাং

            গ) আফিম            ঘ) গাঁজা

৫।         ‘বিড়াল’ প্রবন্ধে পরোপকার কী?

            ক) পরম ধর্ম          খ) অন্যের প্রতি করুণা

            গ) ভালো গুণ         ঘ) সহনশীলতা

৬।         কমলাকান্ত কী দিয়ে বিড়ালকে তাড়া করতে উদ্যত হলেন?

            ক) লাঠি   খ) ভগ্ন যষ্ঠি

            গ) বাঁশের কঞ্চি      ঘ) লৌহদণ্ড

৭।         ‘প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব’—এতে প্রকাশ পায়—

            ১) সাম্যবাদ          ২) পরশ্রীকাতরতা                ৩) সহমর্মিতা

            নিচের কোনটি সঠিক?

            ক) ১, ২ খ) ১, ৩

            গ) ২, ৩ ঘ) ১, ২ ও ৩

৮।         ‘তেলা মাথায় তেল দেওয়া’—এতে কী প্রকাশ পায়?

            ক) সেবা করা        খ) চাটুকারিতা                    গ) হঠকারিতা         ঘ) বুদ্ধিমত্তা

৯।         ‘বিড়াল’ রচনায় চুরির মূল কে?

            ক) চোর   খ) কৃপণ ধনী

            গ) সাধু    ঘ) সৎ ব্যক্তি

১০।       ‘বিষবৃক্ষ’ কী জাতীয় রচনা?

            ক) নাটক             খ) উপন্যাস

            গ) প্রবন্ধ ঘ) ছোটগল্প

১১।       ‘রাধারাণী’ কোন ধরনের রচনা?

            ক) উপন্যাস          খ) প্রবন্ধ              গ) কাব্যগ্রন্থ           ঘ) নাটক

১২।  নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল?

            ক) সেন্ট মার্টিনস দ্বীপে                                              খ) সেন্ট হেলেনা দ্বীপে                                                           গ) মথুরায়                         ঘ) জেরুজালেমে

১৩।  ‘বিড়াল’ রচনায় গাভির দুগ্ধ সংগ্রহ করে কে?

            ক) মঙ্গলা             খ) প্রসন্ন

            গ) মার্জার             ঘ) কমলাকান্ত

১৪।       ‘বিড়াল’ বঙ্কিমচন্দ্রের একটি অনবদ্য সৃষ্টি। এ রচনায় ফুটে উঠেছে—

            ১) বঞ্চিতদের বক্তব্য            ২) ধনিক শ্রেণির বৈশিষ্ট্য

            ৩) ধর্মীয় অনুভূতি

            নিচের কোনটি সঠিক?

            ক) ১, ২ খ) ১, ৩

            গ) ২, ৩ ঘ) ১, ২ ও ৩

উত্তর

১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. খ ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ক।

মন্তব্য