১৯৬২ সালে জাপানের কাশিমা বন্দর তৈরির কাজ শুরু হয়। তখন সেখানে ছিল ধানক্ষেত। আজ তা হয়ে উঠেছে ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। বিখ্যাত সেই কাশিমা বন্দরের আদলে কুতুবদিয়ার মাতারবাড়ীতে গড়ে উঠছে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর।
মাতারবাড়ী হবে দ্বিতীয় সিঙ্গাপুর
- বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় জাপানি রাষ্ট্রদূত
অন্যান্য

জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম বন্দরের অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে মাতারবাড়ী উন্নয়ন প্রকল্প। দুই ধাপে বাস্তবায়িত হতে যাওয়া প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের মধ্যে। কাজ শেষ হলে এই বন্দরে ১৮ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে।
জাপান যে প্রকৃত অর্থেই বাংলাদেশের বন্ধু এবং বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী তার প্রমাণ মাতারবাড়ী, মেট্রো রেলসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো দেশের স্বাধীনতাই অর্থবহ হয় না। বাংলাদেশ এখন সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। বিজয়ের মাসে বাংলাদেশকে নিয়ে এমন আশাবাদের জন্য জাপানের রাষ্ট্রদূতকে অসংখ্য ধন্যবাদ।
সম্পর্কিত খবর

ক্ষতিকর প্রবণতা রোধ করুন
- শিশুদের মোবাইল আসক্তি

অনেক মা-বাবা শিশুদের শান্ত রাখতে বা খুশি রাখতে শিশুদের হাতে স্মার্ট মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ তুলে দেন। শিশুরা ঘণ্টার পর ঘণ্টা এসব নিয়ে বসে থাকে বা মোবাইলের পর্দায় ডুবে থাকে। অনেক সময় তারা এমন সব কনটেন্ট দেখে, যেগুলো দেখা উচিত নয়। এতে তারা শারীরিক-মানসিক নানা ধরনের ক্ষতির শিকার হয়।
কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে সাইবার অপরাধের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে শিশু-কিশোররা। গত পাঁচ-ছয় বছরে দেশে সাইবার অপরাধের শিকার শিশুর সংখ্যা বেড়েছে দেড় গুণেরও বেশি। ২০২৩ সালের মে মাসে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) প্রকাশিত ‘বাংলাদেশে সাইবার অপরাধপ্রবণতা ২০২৩’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে প্রায় ৭২ শতাংশ শিশু দিনে তিন ঘণ্টার বেশি সময় মোবাইল ফোন বা ট্যাবের ভার্চুয়াল দুনিয়ায় ডুবে থাকে। ইন্টারন্যাশনাল জার্নাল অব কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ পত্রিকায় ভারতের কেরালার থিরুভান্থাপুরাম সরকারি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগ পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরা হয়।
অপরাধ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, অভিভাবকের অগোচরে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা প্রযুক্তির অপব্যবহারে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে।
নানা বিশ্লেষণে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় আসক্তির একটি বড় কারণ হচ্ছে লাইক, কমেন্ট ও ফলোয়ার পাওয়া, যা তাদের সাময়িক আনন্দ দেয়। আর তা করতে গিয়েই তারা আরো বেশি করে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ে। এ ছাড়া অনেক সময় ফেসবুক ভুয়া খবর, আজেবাজে ছবি, ভিডিও, পোস্ট—এসব নানা জঞ্জালে ভরা থাকে। এগুলো শিশুদের মনে অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই আসক্তি প্রতিরোধে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। শরীরচর্চা, খেলাধুলাসহ শিশুদের ভারসাম্যপূর্ণ জীবনের দিকে আগ্রহী করে তুলতে হবে। এ থেকে উত্তরণে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। ক্ষতিকর ও অনুপযোগী কিছু কনটেন্টে ফিল্টার করা জরুরি।

সাঁড়াশি অভিযান চালাতে হবে
- পলাতক বন্দিরা হুমকির কারণ

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে গত বছর জুলাই-আগস্ট মাসে দেশের ১৭টি কারাগারে বাইরে থেকে হামলা হয়। একই সময়ে কারাগারের ভেতরেও বন্দিদের বিদ্রোহের নজিরবিহীন ঘটনা ঘটে। এসব ঘটনায় অনেক দুর্ধর্ষ জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ অনেক বন্দি পালিয়ে যান। অনেক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খুবই নাজুক। ডাকাতি, ছিনতাইসহ তুচ্ছ ঘটনায়ও অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে।
প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিদিনই ঘটছে বহু খুনের ঘটনা। সেই সঙ্গে বেড়েছে ছিনতাই, চুরি-ডাকাতি, এমনকি ঘটছে অনেক নৃশংস ঘটনা। বেড়েছে হুমকি-ধমকি ও চাঁদাবাজির ঘটনা। পথেঘাটে মানুষ যেমন নিরাপত্তাহীন, তেমনি নিরাপত্তাহীন নিজের বাসার ভেতরেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় বৈঠক করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। চলছে যৌথ অভিযান। নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ, কিন্তু পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, এভাবে নির্বিচারে মানুষ হত্যা ও বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ার অর্থ সমাজে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। তাঁদের মতে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর ব্যর্থতার কারণেই মূলত এসব ঘটছে। এটি নিয়ন্ত্রণ করে জনমনে শান্তি ফেরাতে হবে।
সামনে নির্বাচন আসছে। এখনই যদি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা না যায়, সামনে তা আরো ভয়ংকর রূপ নিতে পারে। তাই সারা দেশে পুলিশি কর্মকাণ্ড আরো জোরদার করতে হবে। গোয়েন্দা নেটওয়ার্ককে আরো কার্যকর করতে হবে। অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালাতে হবে। জেল পলাতক সব আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া প্রতিটি অস্ত্র উদ্ধার করতে হবে। সোজা কথা, যেকোনো মূল্যে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

জননিরাপত্তা নিশ্চিত করুন
- আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, খুনখারাবি ক্রমাগতভাবে বেড়েই চলেছে। বাড়ছে কিশোর গ্যাং নামে জীবন অতিষ্ঠকারী অপরাধচক্রের সংখ্যা। মানুষ এখন নিজের ঘরবাড়িতেও নিরাপদ নয়।
কালের কণ্ঠে প্রকাশিত অপর এক খবরে দেখা যায়, রাজধানীতে কিশোর গ্যাং সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। সর্বশেষ গত বুধবার এক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দুজনকে হত্যার ঘটনা ঘটেছে।
জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মানুষ একবেলা কম খেয়ে হলেও নিরাপদে ও মানসম্মান নিয়ে জীবনযাপন করতে চায়। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ পদক্ষেপ নেবে।

পুনরাবৃত্তি যেন না হয়
- গোপালগঞ্জে সহিংসতা

গোপালগঞ্জ শহরে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গত বুধবারের হামলা-সংঘর্ষের পর থেকে কিছু সময়ের বিরতি দিয়ে কারফিউ চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী গতকাল রাত পর্যন্ত অন্তত ২৫ জনকে আটক করেছে।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় রাজনৈতিক দলসহ নানা মহল থেকে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিএনপির পক্ষ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় হতাহতের ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি এই ঘটনাসহ সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে আসন্ন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র কাজ করছে বলেও মনে করে বিভিন্ন রাজনৈতিক দল ও সুধীমহল।
গোপালগঞ্জের এই ঘটনায় অন্যান্য বাহিনীকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর যে ভূমিকা নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এখন গণ-অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস দেখানো হচ্ছে। পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী দল বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা দেখতে পাচ্ছি।’ তিনি দুঃখ করে বলেন, ‘আমরা জুলাই ছাত্র-অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। এখন দেখতে পাচ্ছি সারা দেশে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসির রাজত্ব চলছে।’
আমরা চাই গোপালগঞ্জে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি এই ঘটনার সঙ্গে ষড়যন্ত্র ও ইন্ধনের যেসব অভিযোগ উঠছে, সেগুলো জাতির সামনে স্পষ্ট করা হোক। এমন সহিংসতার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে হবে।