kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

করোনার সময়ে ভালোবাসা

বিশ্বের নানা দেশে মানুষ কাটাচ্ছে গৃহবন্দি সময়। অনেককে দূরে দূরে থাকতে হচ্ছে প্রিয়জনদের থেকেও। বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে বয়স্কদের। কারণ তাঁরাই আছেন বেশি ঝুঁকিতে। তার পরও থেমে নেই মানুষের ভালোবাসা। নিচের ছবিগুলোতে তেমনই কিছু মুহূর্ত ধরা পড়েছে। খুঁজে বের করেছেন নাবীল আল জাহান

২৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদুই বন্ধুই নেমেছেন করোনার বিরুদ্ধে যুদ্ধে। একজন হাসপাতালে, আরেকজন নিরাপত্তা রক্ষায়। এরই ফাঁকে কয়েক মুহূর্তের জন্য দেখা হলো। তা-ও কাচের দেয়াল মাঝে রেখেই।

একসঙ্গে তিন প্রজন্ম। তবে এক ঘরে নয়। করোনাভাইরাস এখনই মিলতে দিচ্ছে না ছোট্ট নাতি আর দাদুকে। মাঝে রাখতে হচ্ছে কাচের দেয়ালের ব্যবধান।

বিয়ের পাকা কথা হয়ে গেছে। মেয়েটি সে খবর দিতে এসেছে দাদুকে। তবে সেটা দিতে হচ্ছে জানালার বাইরে থেকেই। হাতের ইশারায়।

 

শততম জন্মদিন বলে কথা। বিশেষ কিছু না করলে চলে! নাতি-নাতনিরা সবাই চলে এসেছে দাদির নার্সিং হোমে। নিজের হাতে এঁকে এনেছে ব্যানার। অবশ্য দেখা করতে হয়েছে বাইরে থেকেই।

 

করোনাভাইরাসের কারণে বিয়ের ৬৭ বছর পূর্তির দিনটি কাটাতে পারলেন না স্ত্রীর সঙ্গে। তাই বলে একেবারেই দেখা করবেন না? ভদ্রলোক তাই একটা হাতে লেখা ব্যানার আর হাতভর্তি বেলুন নিয়ে দাঁড়িয়ে গেলেন স্ত্রীর নার্সিং হোমের সামনে।

মন্তব্যসাতদিনের সেরা