kalerkantho

বুধবার । ১৩ ফাল্গুন ১৪২৬ । ২৬ ফেব্রুয়ারি ২০২০। ১ রজব জমাদিউস সানি ১৪৪১

এমন যদি হতো

সহজ পড়া

একবার পড়েই সব পড়া মুখস্থ হয়ে যাচ্ছে, তাহলে কী করবে?

১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



সহজ পড়া

এবার দেখব পরীক্ষায় আমার থেকে বেশি নম্বর কে পায়!

— তীর্থ রাজ রায়

তখন, ক্লাসের পড়াগুলা একবার হলেও পড়ে নিতাম।

— পারভেজুল হক

একদিনেই সব পড়া মুখস্থ করে বছরের বাকি ৩৬৪ দিন খেলতাম, ঘুরতাম আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতাম।

— উম্মে য়াবসারী ফারিহা সন্ধি

সারা দিন মাঠেঘাটে ঘুরে শুধু পরীক্ষার আগে পড়তে বসতাম। 

— তাফসিরুল হক

আম্মুর কাছে আর পড়ার জন্য বকা খেতে হতো না।

— রিমি

দেখতাম, আমার পরীক্ষায় প্রথম হওয়া কে ঠেকায়।

— আবির আহমেদ

ওয়াও! সে রকম হলে ক্লাসে আর স্যারের পিটুনি খাওয়া লাগত না।

— সেলিম সর্দার

আমার পড়া তো এমনিতেও একবার পড়লেই মুখস্থ হয়ে যায়।

— প্রিয়ন্তি

পরীক্ষায় ফার্স্ট হয়ে আব্বুর কাছ থেকে দারুণ সব গিফট জিতে নিতাম।

—মিমমি সেন

 

এমন যদি হয়

কোনো কিছুকেই তোমার ভয় লাগছে না, তাহলে কী করবে?

উত্তর পাঠাতে চোখ রাখো আমাদের ফেসবুক গ্রুপের নির্ধারিত পোস্টে।

(Facebook.com/groups/447338902349393) বা ই-মেইল করো [email protected] ঠিকানায়।

মন্তব্য



সাতদিনের সেরা