kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

মনীষী বলেন

ফ্রেডরিক উইলহেম নিেস (১৮৪৪-১৯০০)। জার্মান দার্শনিক, কবি ও ভাষাতাত্ত্বিক। শিল্প, দর্শন, ইতিহাস, সংস্কৃতিতে তাঁর ঢের অবদান। তবে দর্শনের নানা অধ্যায়ে নতুন নতুন দিগন্ত উন্মোচন করার জন্যই বেশি পরিচিত তিনি। এর মধ্যে কিছু কিছু কথা বলেছেন, যা থেকে তোমরা পেতে পারো অনুপ্রেরণা

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমনীষী বলেন

ফ্রেডরিক নিেস

♦           বেঁচে থাকলে যন্ত্রণা থাকবেই, তবে সেই যন্ত্রণার মর্মোদ্ধার করতে পারলেই তুমি টিকে থাকবে।

 

♦           যা আমাদের মারতে পারে না, সেটা আমাদের শক্তিশালী করে।

 

♦           আমরা সবচেয়ে বেশি নিজের সঙ্গেই মিথ্যা বলি। অন্যকে আমরা মিথ্যা খুব কমই বলি।

 

♦          যে কোনো কিছু দিয়ে দিতে পারে না, কিছু পাওয়ার অনুভূতিও সে টের পায় না।

 

♦           বর্তমানের ওপর ভবিষ্যতের প্রভাব ততটাই, যতটা প্রভাব রয়েছে অতীতের।

 

♦           বোকামির চূড়ান্ত নমুনা হলো নিজের লক্ষ্য কী তা ভুলে যাওয়া।

মন্তব্যসাতদিনের সেরা