kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

টেক টাশকি

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগুগল তাদের সুপারকম্পিউটার ব্যবহার করে জানিয়েছে, যেকোনো রুবিকস কিউব মাত্র ২০ বার ঘুরিয়েই সমাধান করা সম্ভব। আর একটি রুবিকস কিউবে মোট ৪৩,২৫২,০০৩,২৭৪,৪৮৯,৮৫৬,০০০টি বিন্যাস করা যায়।

ইনফরমেশন থিওরির জনক বলা হয় ক্লড শ্যাননকে। ডিজিটাল সার্কিট আবিষ্কার করেন তিনি। ওটার হাত ধরেই এসেছে আজকের ইন্টারনেট। ক্লড যখন মাস্টার্স সম্পন্ন করেন, তখন তাঁর বয়স ছিল মোটে ২১।

গড়ে একজন মানুষ জীবনের ১০টি বছর কাটিয়ে দেয় শুধু টিভি দেখে।

প্রযুক্তিপণ্য দেখলেই ভয় পায় এমন মানুষও আছে। এ ভয়টাকে বলে টেকনোফোবিয়া।

গুগলের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের নাম ডিপমাইন্ড। এই এআই-কে একবার পাঁচ হাজার ঘণ্টা টিভি দেখানো হয়েছিল। এরপর সে মানুষের ঠোঁট নাড়ানো দেখেই বুঝতে পারত কে কী বলছে।

 

—আবদুল্লাহ আল ফারুক

 

মন্তব্যসাতদিনের সেরা