অল্প বয়সেই নিদ্রাহীনতা
স্মার্টফোন থেকে নির্গত রশ্মি আমাদের শরীরে মেলাটোনিন নামের একটি হরমোন নিঃসরণে বাধা দেয়। এতে ঘুমে বিঘ্ন ঘটে। অন্যদিকে রাত জেগে ফেসবুক, ইউটিউব, গেম খেলার কারণে রাতের ঘুমটাও নষ্ট হয়। এটা বদ-অভ্যাস হতে বেশি সময় লাগে না।
অল্প বয়সেই নিদ্রাহীনতা
স্মার্টফোন থেকে নির্গত রশ্মি আমাদের শরীরে মেলাটোনিন নামের একটি হরমোন নিঃসরণে বাধা দেয়। এতে ঘুমে বিঘ্ন ঘটে। অন্যদিকে রাত জেগে ফেসবুক, ইউটিউব, গেম খেলার কারণে রাতের ঘুমটাও নষ্ট হয়। এটা বদ-অভ্যাস হতে বেশি সময় লাগে না।
চোখের সমস্যা
স্মার্টফোন থেকে বের হওয়া কড়া আলো রেটিনার ওপর চাপ ফেলে।
মানসিক সমস্যা
রাত জেগে স্মার্টফোন ব্যবহারে কিশোর-কিশোরীদের মধ্যে আচরণগত পরিবর্তন দেখা দিতে পারে। যেমন—মেজাজ খিটখিটে থাকা।
ক্যান্সারের ঝুঁকি
মেলাটোনিন একটি গুরুত্বপূর্ণ হরমোন, যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। যখন মেলাটোনিনের মাত্রা কমে যায়, তখন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
কমবে শ্রবণশক্তি
সাধারণত টিনএজাররা স্মার্টফোনের সঙ্গে ইয়ারফোনও ব্যবহার করে।
সুতরাং...
রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে স্মার্টফোন হাতছাড়া করা উচিত। ঘুমানোর সময় নিজের পাশে ফোন না রেখে অন্য রুমে রেখে আসা বা এমন জায়গায় রাখা, যাতে হাত বাড়ালেই না পাওয়া যায়।
স্মার্টফোনের নীল আলো ঘুমের বেশি সমস্যা করে। তাই ঘুমাতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা যেতে পারে। এই ফিল্টার একটি অ্যাপ। গুগল প্লেস্টোরেই আছে।
টিনএজ বয়সে স্মার্টফোন ব্যবহার কম করাই ভালো। কথা বলার জন্য কম দামি ফোন ব্যবহার করো আর কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারো—এ দুটি হলে কিন্তু স্মার্টফোন আর লাগে না।
অনুলিখন : জুবায়ের আহম্মেদ