kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

মনীষী বলেন

এখনো রুমি

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখনো রুমি

আজ থেকে গুনে গুনে ৮১২ বছর আগে জন্ম তাঁর। ত্রয়োদশ শতকের পারস্যের কবি, ধর্মবিদ ও সুফিবাদচর্চার অগ্রদূত জালাল উদ্দিন মুহাম্মদ রুমি এখনো সেরাদের কাতারে। এমনকি জেনে অবাক হবে যে যুক্তরাষ্ট্রের বেস্ট সেলিং কবি তিনি! বিভিন্ন সময়ে কবিতা, বাণী ও দর্শন আলোচনার কারণে আজও প্রাসঙ্গিক রুমি। তার কিছু উক্তি শোনা যাক আজ—

অন্যের জীবনে কী কী ঘটে গেল, সেসব গল্প পড়ে সন্তুষ্ট হতে যেয়ো না। নিজের গল্পের ডালিটাও মেলে ধরো।

তুমি কিন্তু পাখা নিয়ে জন্মেছ। তো জীবনভর হামাগুড়ি দেবে নাকি!

নীরবতা হলো সৃষ্টিকর্তার ভাষা, বাকি সব ভাষা সেটির দুর্বল অনুবাদ মাত্র।

যেখানে ধ্বংসস্তূপ আছে, সেখানে গুপ্তধনের আশাও আছে।

জীবনে আগুন ধরাও, তারপর সেই মানুষগুলোকে খুঁজে বের করো, যারা আগুনটাকে চাগিয়ে তুলবে।

মনটাকে ততবারই ভাঙতে হবে, যতক্ষণ না এটি পুরোপুরি খুলে না যায়।

ব্যথা হলো বার্তাবাহক, তার কথা কান পেতে শোনো।

একাকী বোধ করতে যেয়ো না। তোমার ভেতরেই আছে আস্ত মহাবিশ্ব।

মন্তব্যসাতদিনের সেরা