ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ভাড়া মোটে ১ ডলার

  • জার্মানিতে আছে এমন এক আবাসন প্রকল্প, যেখানে অস্বাভাবিক কম ভাড়ায় থাকতে পারেন ভাড়াটেরা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হাসান
অন্যান্য
অন্যান্য
শেয়ার
ভাড়া মোটে ১ ডলার
বাড়ির ভেতরে মিলবে এমন চোখ জুড়ানো বাগানও

অগসবার্গ শহরের মাঝামাঝি অবস্থানে মিলবে ফাগারেই হাইজিং কমপ্লেক্স। ৫০০ বছরের পুরনো এই অ্যাপার্টমেন্টে ১৪২ জন মানুষের বাস। দালানগুলোও দেখতে বেশ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন আর সংস্কারও করা হয়। তবে অবাক করা ব্যাপার হলো এখানকার অধিবাসীদের এক একটা অ্যাপার্টমেন্টের জন্য গুণতে হয় ০.৮৮ ইউরো বা এক ডলার।

অর্থাত্ মাত্র ৮০ টাকা!

এমনটা হওয়ার কারণ কী এ প্রশ্ন নিশ্চিত ঘুরপাক খাচ্ছে তোমার মনে। তা হলে কয়েক শ বছর পেছনে ফিরে যেতে হচ্ছে আমাদের। সেই সঙ্গে পরিচিত হচ্ছি স্থানীয় ফাগার পরিবারের সঙ্গে। অগসবার্গে এরা বসতি গাড়ে ১৩৬৭ সালে।

ব্যবসায়ী পরিবারটি খুব কম সময়ের মধ্যে শহরের ধনী পরিবারগুলোর একটি হয়ে ওঠে। পরের বছরগুলোতে ফুলেফেঁপে ওঠে বিত্ত বৈভব। টাকার পাশাপাশি প্রচুর জায়গা-জমিরও মালিক হয়। কিছু সামাজিক কাজেও হাত দেয় ওরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ