kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

বৈশাখ নিয়ে কে কী ভাবছ?

সকালে ঘুম থেকে উঠে আম্মুর বিলাতি নাশতা পাউরুটির বদলে যদি ভাত, লাল মরিচের ভর্তা, ছাদবাগানের সবজির নিরামিষ কপালে জুটত, বেশ ভালো হতো। এসএসসি উপলক্ষে কিছু সেলামি পেয়েছিলাম। আমাদের পরিবারটা অবস্থাসম্পন্ন হলেও আশপাশে অনেক নিম্নবিত্ত। ওই টাকা দিয়ে সেদিন তাদের নাশতা করাতে পারলেও শান্তি পেতাম। —মাহমুদ হাসান, এসএসসি ফলপ্রার্থী, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়।

৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৈশাখ নিয়ে

কে কী ভাবছ?

মন্তব্য