kalerkantho

টিন টিপস

কে তোমার সেরা বন্ধু

বাছাই করতে ভুল হলে ‘বন্ধু’ও হতে পারে চিন্তার কারণ। কাকে বানাবে ভালো বন্ধু?

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকে তোমার সেরা বন্ধু

খালিদ হাসান একাদশ শ্রেণি, নটর ডেম কলেজ
আমার সেরা বন্ধু নাম খান। কারণ—

ওর মন-মানসিকতা অনেক ভালো। ও শুধু আমার নয়, অন্যের বিপদেও এগিয়ে যায়। পড়াশোনায় বরাবরই আমার আগ্রহ কম। ও আমাকে অনেক কৌশল শিখিয়েছে। এখন পড়াশোনাটা মজারই মনে হয়। ইউটিউব চ্যানেল নিয়ে আমার আগ্রহ অনেক দিনের। শুরু থেকেই ও আমাকে এ কাজে সাপোর্ট দিয়ে আসছে। ও খুব মিশুক। সহজে আপন করে নিতে পারে। অহংকার বা হিংসা দেখিনি ওর মধ্যে। আমার কাছে খানের যেটা বেশি প্রিয়, সেটা হলো ও সব সময় পরিষ্কার কথা বলে। কথা ঘোরায় না। বাসা থেকে বের হলেই আমার সঙ্গী ও। একদিন স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল। এদিকে আমার ঘুম ভাঙছে না। অনিকেত আমার বাড়ি এসে আমাকে কাতুকুতু দিয়ে ঘুম ভাঙায়। আমার মন খারাপ হলে ওর এক নম্বর কাজটা হলো জোকস শুনিয়ে আমাকে হাসানো।


জিনিয়া পারভীন দশম শ্রেণি বীরশ্রেষ্ঠ শহীদ আনোয়ার গার্লস কলেজ
আমার সেরা বন্ধু আমার ক্লাসের তাসনুবা। কারণ—

আমি প্রগ্রামিং শিখতে চাই। ও প্রায়ই অনলাইন টিউটরিয়াল জোগাড় করে দেয়। অসুস্থতার কারণে আমি স্কুলে না গেলে ওই দিনের নোট ও আমাকে বাসায় এসে দিয়ে যায়। আরেকটি টপ সিক্রেট ব্যাপার হলো, মাঝেমধ্যে আমি অসুস্থ থাকলে ও আমার হোমওয়ার্ক করে দেয়। আমাদের পছন্দগুলোতে মিল আছে। এ জন্য শপিং করতে গেলেই ওকে নিয়ে যাই। স্কুলে টিফিন আনলে ভাগ করে খাই। ক্লাসে পড়া না পারলে ও ফিসফিস করে আমাকে পড়া বলে দেয়। স্যার আমাকে বকা দিলে মন খারাপ হয় ওর।

জিনিয়া (ডানে) ও তাসনুবা। ছবি : আল-হোসাইন

মন্তব্যসাতদিনের সেরা