kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

করোনাভাইরাসের গঠনগত দিক

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের গঠনগত দিক

করোনাভাইরাস কোনো জীবন্ত প্রাণী নয়, বরং এটি প্রটিনের অণু (ডিএনএ), যা একটি চর্বির মোড়কে মোড়ানো থাকে। একে মেরেও ফেলা যায় না। সে নিজে থেকেই ধ্বংস হতে পারে। তবে কতক্ষণে বা কবে ধ্বংস হবে তা নির্ভর করে তার অবস্থান করা স্থানটির তাপমাত্রা, আর্দ্রতা ও কী উপাদানে তৈরি তার ওপর।

 

► সাবান ও ডিটারজেন্ট মূলত যেকোনো স্থানের তেল বা চর্বি সরাতে পারে। করোনার ক্ষেত্রে সাবান অন্তত টানা ২০ সেকেন্ড ধরে ব্যবহার করতে হয়, যাতে করে প্রচুর ফেনা তৈরি হতে পারে। এতে ভাইরাসের ওপরের চর্বির স্তর ভেঙে গিয়ে পুরোপুরি অকার্যকর হয়ে যায়।

► করোনাভাইরাস সুস্থ এবং স্বাভাবিক ত্বকের ভেতর সরাসরি প্রবেশ করতে পারে না।

► বদ্ধ স্থানে এর প্রকোপ বেশি হয়। উন্মুক্ত এবং বাতাস চলাচল করে এমন স্থানে ভাইরাসের উপস্থিতি কম হয়।

 

গ্রন্থনা : ডা. মোহাম্মদ নুরুজ্জামান

সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ

এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ

হাসপাতাল, দিনাজপুর

মন্তব্যসাতদিনের সেরা