kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

শিশুর যত্ন

২৫ মার্চ, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিশুর যত্ন

♦   কখনোই অপরিষ্কার আঙুলের ডগা শিশুর নাসারন্ধ্রে প্রবেশ করাবেন না। লবণমিশ্রিত কয়েক ফোঁটা পানি শিশুর নাসারন্ধ্রে দিয়ে নরম ও পরিচ্ছন্ন কাপড় দিয়ে নবজাতকের নাক পরিষ্কার করুন। প্র্রয়োজনে ন্যাজেল অ্যাসপিরিটরের সাহায্য নিন।

 

♦   বেশি তুলতুলে নরম বিছানায় নবজাতক শিশুকে শোয়ানো উচিত নয়।

বিজ্ঞাপন

এতে উল্টে গিয়ে তার নাক-মুখ চেপে পড়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তাই কিছুটা শক্ত বিছানা ও দুই পাশে ছোট বালিশ ব্যবহার করুন।

♦   শিশুকে ঘুম থেকে জাগাতে বাজনা বাজানো বা উচ্চশব্দ সৃষ্টি করা ঠিক নয়। তাকে আলতোভাবে চুম্বন, স্পর্শ, গায়ে সুড়সুড়ি দিন—সে জেগে উঠবে। পিঠে বা শরীরের অন্য অংশে জোরে থাপড় বা ঝাঁকুনি দেওয়া অনুচিত।

 

♦   হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়ে শিশুকে শান্ত করা অনুচিত। এগুলোর মধ্যে বেশ কিছু বিপজ্জনক দ্রব্যও থাকতে পারে। শিশুকে শান্ত করতে বরং তাকে কাঁধে নিন। আদরের পরশের হাত পিঠে বুলিয়ে দিন। এতে শিশুর কান্না থেমে যাবে।

 

♦   শিশুকে হাসানোর প্রক্রিয়ায় তার মুখের ভেতর আঙুল ঢুকিয়ে দেওয়া অনুচিত। বরং বয়স অনুযায়ী রংবেরঙের পুতুল নিয়ে তার সঙ্গে মজা করুন।

 

অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী

বিভাগীয় প্রধান, শিশু বিভাগ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল

 সাতদিনের সেরা