kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

ছোট করে

ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে মেয়রের ওয়ার্ড পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক   

২১ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে নতুন সংযুক্ত দুটি ওয়ার্ড পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল সাঁতারকুল এলাকার ৪১ নম্বর ওয়ার্ড এবং বাড্ডা এলাকার ৩৮ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় বেরাইদ, সাঁতারকুল, দাদার বাজার, আলী নূর, উত্তর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পথসভায় যোগ দেন তিনি। এলাকাবাসী ও ওয়ার্ড দুটির কাউন্সিলরের সঙ্গে মতবিনিময় করেন মেয়র। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সচেতন করার পাশাপাশি জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মেয়র।

মন্তব্য