kalerkantho

সোমবার । ২২ জুলাই ২০১৯। ৭ শ্রাবণ ১৪২৬। ১৮ জিলকদ ১৪৪০

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৬ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাভারে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শ্রাবণ আহমেদ মিন্টু মোল্লা নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী অবিলম্বে মিন্টু মোল্লাকে ধাক্কা দেওয়া হানিফ পরিবহনের বাসচালককে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবি জানিয়ে বলেন, বেপরোয়া গতির হানিফ পরিবহনের বাসটির চালকের খামখেয়ালির কারণেই মিন্টু মোল্লা নিহত হয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক চালককে গ্রেপ্তারের দাবি জানায় তারা। তা না হলে মহাসড়ক অবরোধ করাসহ হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন শেষে মহাসড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে সাভারের বলিয়াপুরে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা যান মোটরসাইকেল আরোহী মিন্টু মোল্লা। তিনি মিরপুর বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মন্তব্য