kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

বিএসএমএমইউর আন্দোলন

সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   

১৬ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগ পরীক্ষা চালিয়ে নেওয়া সম্পর্কিত সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। গতকাল শনিবার বিএসএমএমইউর টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, চিকিৎসক নিয়োগ পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটেছে। তাই পরীক্ষা প্রক্রিয়া অবিলম্বে বাতিল করে পুনঃপরীক্ষার আয়োজন করতে হবে। আর তা না হলে তাঁরা ভিসির পদ্যতাগের দাবিতে একতরফা আন্দোলন শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আহসান হাবীব হেলাল, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটু, কার্ডিওলজির ডা. বশীর আহমেদ জয় প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা