kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে ঈশ্বরদী স্পেশাল ট্রেন লাইনচ্যুত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

১৩ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে ঈশ্বরদী স্পেশাল নামের একটি ট্রেন গতকাল বুধবার সকালে হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জয়দেবপুর-রাজশাহী ট্রেন লাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

জানা যায়, ঈশ্বরদী স্পেশাল ট্রেনটি গতকাল সকালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশে। ট্রেনটি কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে এসে পেছনের বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ওই ট্রেন লাইনে সকাল ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে লাইনচ্যুত হওয়া ট্রেনটি সচল করলে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

মন্তব্য