kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

আনোয়ার গার্লস কলেজের ছাত্রীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে গতকাল বুধবার ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন পাবলিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃতি ছাত্রীর প্রত্যেকের হাতে ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন খান, গভর্নিং বডির সদস্যবৃন্দ, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা