kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

টঙ্গী-গাজীপুরে ৫০ টাকার নিচে বাস ভাড়া নেই

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

৪ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটঙ্গী-গাজীপুর সড়কে গতকাল সোমবার সকাল থেকে সব বাস গেটলক হয়ে গেছে। ৫০ টাকার নিচে ভাড়া নেই। গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকায় চলাচলকারী বাসগুলো গেট বন্ধ করে যাত্রীদের চুক্তি ভিত্তিতে বাসে তুলছে। অল্প দূরত্বে যেখানে আগে ভাড়া ছিল ৫ থেকে ১০ টাকা সেখানে নেওয়া হচ্ছে ৫০ টাকা। টঙ্গী থেকে মহাখালী, গুলিস্তান, সায়েদাবাদ, সদরঘাট যেখানেই যাওয়া হোক ভাড়া ২০০ টাকা।

ঈদ সামনে রেখে লাগামহীন ভাড়া বৃদ্ধি ও গেটলক সার্ভিসের কারণে সমস্যায় পড়েছে স্থানীয় যাত্রীরা। বেশ কিছুদিন ধরে এ সড়কে তিন চাকার হালকা যানবাহন চলাচল নিষিদ্ধ করার কারণে লোকজন লোকাল বাসে অল্প দূরত্বে যাতায়াত করত, কিন্তু গতকাল সব বাস দরজা বন্ধ করে যাতায়াত করেছে।

মন্তব্য