kalerkantho

সোমবার । ২২ জুলাই ২০১৯। ৭ শ্রাবণ ১৪২৬। ১৮ জিলকদ ১৪৪০

নতুন টাকায় ঈদ সেলামি

৪ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন টাকায় ঈদ সেলামি

ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হলো ঈদ সেলামি। বড়দের কাছে ছোটদের আবদার থাকে ঈদ সেলামির। আর ঈদের সেলামি মানে নতুন টাকা। ঈদ উপলক্ষে নতুন টাকার বেশ চাহিদা থাকায় অনেকে ফুটপাতে নতুন টাকার পসরা সাজিয়ে বসেছে। আর ছোটদের মুখে হাসি ফোটাতে নতুন টাকা নিতে বড়রা ভিড় করছেন নতুন টাকার দোকানিদের কাছে। এ জন্য অবশ্য ক্রেতাদের বাড়তি টাকাও গুনতে হয়। ছবিটি গতকাল গুলিস্তান থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

মন্তব্য