kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

ঢাবি অধিভুক্ত সাত সরকারি কলেজ

পাঁচ দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেপাঁচ দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ

পাঁচ দফা দাবিতে গতকাল নীলক্ষেত মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

ত্রুটিমুক্ত ফল প্রকাশ, সেশনজট নিরসন ও স্বতন্ত্র প্রশাসনিক ভবনসহ পাঁচ দাবিতে আন্দোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত মোড় সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা। পরে আজ বুধবার আবারও নীলক্ষেতে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়ে গতকালের অবরোধ উঠিয়ে নেওয়া হয়। দাবি আদায়ে আমরণ অনশনও শুরু করেছেন ঢাকা কলেজের তিন শিক্ষার্থী।

গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ শেষে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন ঢাকা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বি এম শাহিন। তিনি জানান, পাঁচ দফা দাবি আদায়ে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফের সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে।

গতকাল কর্মসূচির শুরুতে ঢাকা কলেজের প্রধান ফটকে মানববন্ধন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে সড়ক অবরোধ করেন। তাঁদের পাঁচ দফা দাবি হলো—পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একটি বর্ষের সব বিভাগের ফল একত্রে প্রকাশ; ডিগ্রি, অনার্স, মাস্টার্স সব বর্ষের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনর্মূল্যায়ন; সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন; প্রতি মাসে দুদিন করে সাত কলেজের প্রত্যেক বিভাগে মোট ১৪ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নেওয়া এবং সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্র্যাশ প্রগ্রাম চালু করা।

ঢাকা কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম অভিযোগ করেন, হঠাৎ করেই সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর মনে করেছিলাম সেশনজট কমবে। একই সঙ্গে শিক্ষার মানও বাড়বে, তবে কিছুই হয়নি। বরং সেশনজট আরো বেড়েছে। ত্রুটিযুক্ত ফল প্রকাশ করছে। আমরা এসবের সমাধান চাই।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের অধীনে পরিচালিত যেসব সেশন শুরু হয়েছে, এতে কোনো জট নেই। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থাকাকালে যেসব সেশন আমাদের অধীনে দেওয়া হয়েছে, লোকবল কম থাকায় তা পরিচালনার ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। তবে অচিরেই তা কেটে যাবে।’

আমরণ অনশনে ৩ শিক্ষার্থী

পাঁচ দফা দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে ঢাকা কলেজের গেটের সামনে আমরণ অনশন শুরু করেছেন এই কলেজের তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এঁরা হলেন বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আবু নোমান রুমি, ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাকিব এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম।

আবু নোমান রুমি বলেন, ‘আমাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে ফেলার অধিকার কারো নেই। একটা জটিলতা তৈরি হলে শুধু আশ্বাস দেওয়া হয়। কিন্তু কাজ হয় না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।’

মন্তব্যসাতদিনের সেরা