kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

রাফি হত্যার বিচার চাইলেন ইউনিসেফপ্রধান

কূটনৈতিক প্রতিবেদক   

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের খবর তুলে ধরে ওই হত্যার বিচার দাবি করেছেন বিশ্ব শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা এইচ ফোর। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘নুসরাত তার ওপর নিপীড়নের বিচার চাওয়ার সাহস দেখাতে গিয়ে নির্মম হত্যার শিকার হয়েছে। তার ন্যায়বিচার নিশ্চিত করতে আমি সব বাংলাদেশি ও বাংলাদেশে জাতিসংঘ পরিবারের দাবির সঙ্গে যুক্ত হচ্ছি।’ সহিংসতা বন্ধের জন্য ‘এন্ডভায়োলেন্স’ হ্যাশট্যাগ দিয়ে ইউনিসেফপ্রধান হেনরিয়েটা এইচ ফোর লিখেছেন, ‘প্রত্যেক মেয়েকে স্কুলে নিরাপদ রাখতে হবে। কথা বলতে তাদের সহায়তা এবং প্রতিশোধের শিকার হওয়া থেকে রক্ষা করতে হবে।’ এর আগে গত সপ্তাহে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো নুসরাত হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি এমন হত্যার পুনরাবৃত্তি না ঘটার ওপর জোর দেন।

মন্তব্য