kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

বঙ্গবন্ধুর জন্মদিনে বিজিবির নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক   

১৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজিবি জানায়, গতকাল সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরের বীর-উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক, সুবেদার দেলোয়ার হোসেন ও সিপাহি ফাহিমা খাতুন। এ ছাড়া পিলখানার কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া হয়।

এদিকে পিলখানার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনাসভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।

মন্তব্যসাতদিনের সেরা