kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদ্‌যাপন ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক   

১৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদ্‌যাপন ডিএসসিসির

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষে গতকাল ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি : কালের কণ্ঠ

চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, কবিতা আবৃত্তিসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল রবিবার নগর ভবন প্রাঙ্গণে তিন শতাধিক শিশু বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয়। ডিএসসিসি জানায়, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। সাংস্কৃতিক নানা কর্মসূচিতে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বঙ্গবন্ধুর আদর্শ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মুক্তির গান’ অনুষ্ঠানে শিশুদের কণ্ঠে ভেসে ওঠে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।        ছবি : কালের কণ্ঠ

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সংস্থার সচিব মোস্তফা কামাল মজুমদারসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা বক্তব্য দেন।

জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের নেতারা।             ছবি : কালের কণ্ঠ

মন্তব্যসাতদিনের সেরা