kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

বৃহস্পতিবার থেকে মুক্তিযুদ্ধ নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক   

১২ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৃহস্পতিবার থেকে মুক্তিযুদ্ধ নাট্যোৎসব

মহান স্বাধীনতার মাস মার্চে নাট্য অঙ্গনে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন নাটক। রাজধানীর মঞ্চে আসছে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ উপন্যাস অবলম্বনে একই নামের নাট্য প্রযোজনা। নাট্য সংগঠন স্পর্ধার প্রথম নাটক হিসেবে আগামী বৃহস্পতিবার নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। সাত দিন ধরে সব মিলিয়ে ১১টি মঞ্চায়ন হবে নাটকটির। যার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। সপ্তাহব্যাপী এ নাট্যযজ্ঞের শিরোনাম—‘মুক্তিযুদ্ধ নাট্য উৎসব’। নাট্য মঞ্চায়নে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি।

গতকাল সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্দেশক। তিনি জানান, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ শহীদুল জহিরের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

মন্তব্যসাতদিনের সেরা