kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

ডিএনসিসির মেয়র বললেন

বাড়িতে গাছ লাগালে মিলবে ‘কর অবকাশ’ সুবিধা

নিজস্ব প্রতিবেদক   

১১ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাড়ির ছাদ ও বারান্দায় গাছ লাগিয়ে সবুজায়ন কর্মসূচিতে অবদান রাখা নাগরিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। গতকাল মেয়রের প্রথম কর্মদিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণাটি দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘দূষণের ফলে রাজধানীতে যথেষ্ট অক্সিজেনের ঘাটতি রয়েছে। দূষণ ও অক্সিজেনের ঘাটতি মোকাবেলায় সবুজায়ন কর্মসূচির বিকল্প নেই। জায়গা স্বল্পতার কারণে বাড়ির ছাদ ও বারান্দায় বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে সবুজায়নে ভূমিকা রাখতে হবে সকলকে। সবুজায়ন কর্মসূচিতে অবদান রাখা নাগরিকদের কর অবকাশসহ নানাভাবে পুরস্কৃত করা হবে।’

ডিএনসিসি এলাকার প্রতিটি দোকানে ডাস্টবিন এবং দুটি করে গাছ লাগানো বাধ্যতামূলক করার ঘোষণা দেন আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকা শহরের প্রতিটি দোকানে ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। সেই সঙ্গে দোকানিকে কমপক্ষে দুটি টবে গাছ লাগাতে হবে। শহর পরিচ্ছন্ন রাখার স্বার্থে সব নগরবাসীকে ডাস্টবিন ব্যবহার করতে সচেতন করার কর্মসূচিও নেওয়া হবে। সকল নাগরিকের অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব নয়।’

ঢাকার ফুটপাত দখলমুক্ত এবং সরকারি জমি উদ্ধারে আগামী এপ্রিল মাস থেকে অভিযান চালানোর ঘোষণা দিয়ে মেয়র বলেন, ‘ফুটপাত দখলকারীদের মার্চ মাসের মধ্যে সরে যেতে হবে। জনগণের হাঁটার অধিকার ফিরিয়ে দিতে এবং সিটি করপোরেশনের দখলে থাকা জমি উদ্ধারে এপ্রিল থেকে অভিযান চালানো হবে। ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, কাউন্সিলর এবং অন্যদের সঙ্গে আলোচনা করা হবে।’

প্রথম কর্মদিবসে ডিএনসিসির সব বিভাগের প্রধানদের সংশ্লিষ্ট সমস্যা নিরসন করতে নির্দেশ দেন তিনি।

মন্তব্য