kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসতে যাচ্ছে আগামীকাল শনিবার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে চার হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেবে।

গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ। এ সময় অ্যালামনাইয়ের মহাসচিব রঞ্জন কর্মকার, সিনিয়র সহসভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও সদস্যসচিব আশরাফুল আলম মুকুল, প্রচার ও যোগাযোগ কমিটির আহ্বায়ক কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ. কে আজাদ বলেন, আগামী ২০২১ সালে এ বিশ্ববিদ্যালয় তার শতবর্ষ পালন করতে যাচ্ছে। শতবর্ষপূর্তির অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণভাবে পালন করতেই এই মিলনমেলা।

মন্তব্য