kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

জয় বাংলা কনসার্ট

৭ই মার্চের চেতনায় বাঁধভাঙা উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক   

৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৭ই মার্চের চেতনায় বাঁধভাঙা উচ্ছ্বাস

সংগীতের মূর্ছনায় ফিরে এলো গৌরবগাথা একাত্তরের সোনালি সময়। সংগ্রামমুখর সেই সময়কে উপলব্ধি করল তরুণ প্রজন্ম। সুরের সঙ্গে মেলবন্ধন ঘটল বাঙালি জাতিসত্তার অবিনাশী চেতনার। প্রজন্মের একঝাঁক ব্যান্ডদলের নিজস্ব পরিবেশনার সঙ্গে যুক্ত হলো স্বাধীন বাংলা বেতারের গান। আর এসবই হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে উপজীব্য করে। তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাসে পরিণত হওয়া সংগীত আসরটি চলল বিকেল থেকে রাত অবধি। ঐতিহাসিক ৭ই মার্চের চেতনাদীপ্ত আলোয় গতকাল বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ািমে অনুষ্ঠিত হলো জয় বাংলা কনসার্ট। গতকাল কনসার্ট উপভোগ করতে উপস্থিত হয়েছিল আনুমানিক ৫০ হাজার দর্শক। তাদের অধিকাংশই ছিল নতুন প্রজন্মের প্রতিনিধি। কনসার্টটির আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়ং বাংলা’।

মন্তব্যসাতদিনের সেরা