kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ছোট করে

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল রবিবার থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। তবে নতুন শিক্ষার্থীদের জন্য এখনো হলে আসন বরাদ্দ দেওয়া হয়নি। আপাতত বিভিন্ন হলের সঙ্গে তাদের সংযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই মুহূর্তে হলে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হবে না। তবে তাদের বিভিন্ন হলে সংযুক্ত করা হবে। পরবর্তী সময়ে হলে আসন শূন্য হওয়া সাপেক্ষে নিজ নিজ হল প্রাধ্যক্ষ পর্যায়ক্রমে তাদের সিট বরাদ্দের ব্যবস্থা করবেন।

মন্তব্যসাতদিনের সেরা