kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

জাবিতে বঙ্গমিলন নাট্য উৎসব শুরু আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাবিতে বঙ্গমিলন নাট্য উৎসব শুরু আজ

বাংলাদেশ এবং ভারতের স্বনামধন্য নাট্যদলের অংশগ্রহণে আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘বঙ্গমিলন নাট্য উৎসব-২০১৯’। ‘ভাষার টানে, ছিঁড়ে বিভক্তির কাঁটাতার’—স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টির নাট্য সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার প্রথমবারের মতো এ আয়োজন করছে। উৎসবে ভারতের পশ্চিমবঙ্গের দুটি দল অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৭টায় দুই বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রযোজনার পাশাপাশি থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটারের নিজস্ব প্রযোজনাও। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির নাট্য সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে থাকছে পালাগান, মধ্যরাতের কবিতা ও গান। নাট্য উৎসবে গুণীজন সম্মাননা প্রদান করা হবে। জাহাঙ্গীরনগর থিয়েটার কর্তৃপক্ষ জানায়, ‘ফেব্রুয়ারি মাসে মায়ের ভাষায় কথা বলা মানুষদের একত্রিত করে কাঁটাতারের বিভেদের ঊর্ধ্বে ওঠার একটি প্রচেষ্টায় এই উৎসব। এর মাধ্যমে আমাদের মাঝে যে ব্যবধান সেটি কমে আসবে।’

মন্তব্যসাতদিনের সেরা