kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

নদী-খাল বাঁচাতে আলাদা মন্ত্রণালয় করার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের নদী-খাল বাঁচাতে আলাদা মন্ত্রণালয় করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া নদী বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বছরজুড়ে চালু রাখার দাবির পাশাপাশি দখলদারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত ‘নদীর অবৈধ দখল উচ্ছেদের বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাসভায় এ দাবি জানানো হয়। বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিটিস ফোরামের (বোয়াফ) আয়োজনে সংগঠনটির সভাপতি কবির চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আলোচনায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এমপি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছির উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা