kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

মশা নিয়ন্ত্রণে বিশেষ ‘ক্রাশ কর্মসূচি’ চালু ডিএনসিসির

মশার লার্ভা ধ্বংস করার জন্য দ্বিগুণ হারে লার্ভিসাইট দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ ‘ক্রাশ কর্মসূচি’ চালু করেছে সংস্থাটি। গতকাল সোমবার মিরপুরের ওজিএসবি মাতৃসদনের সামনে কর্মসূচিটির উদ্বোধন করেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা।

ডিএনসিসি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মশার প্রকোপ নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বিশেষ ক্রাশ কর্মসূচিটি চলবে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে নিয়মিত কর্মসূচিও জোরদার করা হয়েছে। বিশেষ ক্রাশ কর্মসূচির আওতায় মশার লার্ভা ধ্বংস করার জন্য দ্বিগুণ হারে লার্ভিসাইট দেওয়া হবে। ড্রেন, নর্দমা এবং জলাশয়ে প্রয়োগ মশার লার্ভা ধ্বংস করার জন্য ওষুধ ছিটানো হবে। মিরপুর এলাকা দিয়ে বিশেষ ক্রাশ কর্মসূচিটি চালু হলেও সবকয়টি ওয়ার্ডে তা চালু করা হবে। এ ছাড়া কোনো এলাকার কাউন্সিলর ও নগরবাসী সিটি করপোরেশনকে অবহিত করলে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ ক্রাশ কর্মসূচি নেওয়া হবে। মশার ওষুধের যে ঘাটতি ছিল তা এরই মধ্যে মেটানো হয়েছে বলেও জানিয়েছে সিটি করপোরেশনের কর্মকর্তারা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা বলেন, ‘মিরপুর এলাকা দিয়ে বিশেষ ক্রাশ কর্মসূচিটি শুরু হলেও সবকয়টি ওয়ার্ডে তা চালু করা হবে। মশার ওষুধের কোনো ঘাটতি এখন নেই। মশা নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বিশেষ ক্রাশ কর্মসূচিটি চলবে।’

মন্তব্যসাতদিনের সেরা