kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

অসাম্প্রদায়িক চেতনার ঢাকা গড়তে চান আতিকুল

নিজস্ব প্রতিবেদক   

১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅসাম্প্রদায়িক চেতনার ঢাকা গড়তে চান আতিকুল

আতিকুল ইসলাম

মেয়র নির্বাচিত হলে অসাম্প্রদায়িক চেতনার নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী। ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামে এক সংগঠনের মতবিনিময়সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আতিকুল ইসলাম বলেন, ‘সম্প্রীতি ও ভালোবাসা থাকলে একটি দেশ দ্রুত লক্ষ্যে পৌঁছতে পারে। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনার দেশ। এখানে কোনো ভেদাভেদ নেই। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে একটি আধুনিক নগর গড়তে চাই আমি।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘বাসযোগ্য নগর গড়ার এবং সমাজের অসংগতি দূর করার মোক্ষম সময় এখনই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়তে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করুন। আমি আপনাদের পাশে থাকব সব সময়।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমস্যার ব্যাপারে আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকায় খেলার মাঠ আছে। কিন্তু তা দীর্ঘদিন ধরে কিছু অসাধু মানুষের দখলে। উত্তর ঢাকার বেশির ভাগ ফুটপাত দিয়ে হাঁটার অবস্থা নেই। আমরা জানি, কারা মাঠ ও ফুটপাত দখল করে রেখেছে। নগরবাসীর সহযোগিতায় আমি মাঠ ও ফুটপাত উদ্ধার করতে চাই।’

দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করতে ডিজিটাইজেশনের বিকল্প নেই মন্তব্য করে এই ব্যবসায়ী নেতা আরো বলেন, ‘আধুনিক দেশগুলোতে ট্যাক্সসহ যাবতীয় সেবা অটোমেশনের আওতায় চলে এসেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনেও সব সেবা অটোমেশন করা হবে। গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে সব বাসে সিসি ক্যামেরা লাগানো হবে। এ ছাড়া নগরবাসী যেন গণপরিবহনের ভাড়া থেকে শুরু করে সব তথ্য জানতে পারে সে লক্ষ্যে অ্যাপ চালু করব মেয়র নির্বাচিত হতে পারলে।’

সম্প্রীতির বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্যসচিব ডা. মামুন আল মাহতাবসহ সাবেক আমলা, বিচারপতি এবং বিভিন্ন পেশাজীবী ও ধর্মীয় সংগঠনের নেতারা মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা