kalerkantho

শনিবার । ১৬ নভেম্বর ২০১৯। ১ অগ্রহায়ণ ১৪২৬। ১৮ রবিউল আউয়াল ১৪৪১     

ছোট করে

পুঁজিবাজার থেকে বাদ পড়ছে চার কম্পানি

নিজস্ব প্রতিবেদক   

১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন ও সাভার রিফ্রেক্টরিজকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত (ডিলিস্টিং) করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কম্পানিগুলোকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তর করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য লিখিতভাবে জানানো হবে।

গতকাল মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসইর এক পরিচালক জানান। তিনি আরো বলেন, তালিকাচ্যুতির তালিকায় আরো ১৫টি কম্পানি রয়েছে, যেগুলোকে ধাপে ধাপে তালিকাচ্যুত করা হবে।

এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব এইচ মজুমদার বলেন, ব্যাবসায়িক পারফরম্যান্স নেই বা উৎপাদন বন্ধ কম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকার যোগ্যতা নেই।

মন্তব্যসাতদিনের সেরা