kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

আফজাল হোসেনের বইয়ের মোড়ক উন্মোচন

শেকৃবি প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআফজাল হোসেনের বইয়ের মোড়ক উন্মোচন

আফজাল হোসেন নির্মাতা, চিত্রশিল্পী, লেখক হিসেবে পরিচিত হলেও তাঁর সর্বাধিক পরিচিতি অভিনেতা হিসেবে। গতকাল তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘১৯ নং কবিতা মোকাম’ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে রচিত রচনাবলির সমন্বয়ে প্রকাশিত বই ‘সাবানমাখা রোদ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। দেশের স্বনামধন্য লেখক-লেখিকা, অভিনেতা-অভিনেত্রী ও বিভিন্ন অঙ্গনের শিল্পীদের উপস্থিতিতে ‘মিলনমেলা’ শীর্ষক এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় ছায়ানট সংগীত বিদ্যায়তনের মিলনায়তনে। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তোমার কথা হেথা কেহ তো বলে না, শুধু করে কোলাহল’ গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ফরিদুর রেজা সাগর, লেখক ইফতেখারুল ইসলাম, গোলাম মোর্তজা, অভিনেত্রী বিপাশা হায়াত, তারিনসহ আফজাল হোসেনের অনেক শুভাকাঙ্ক্ষী।

মোড়ক উন্মোচন শেষে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আফজাল হোসেন বলেন, ‘আমি কখনোই বড় হতে চাইনি। আমার মতো করে বাঁচতে চেষ্টা করি। মঞ্চে ১০০ জন পারফরম করলে প্রধান থাকে একজন। আর ৯৯ জন ওই একজনকে ফুটিয়ে তোলে। প্রধান একজন হতে হলে আগে ৯৯ জনের একজন হতে হবে।’

মন্তব্যসাতদিনের সেরা