kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ছবির ঢাকা

সাত গম্বুজ মসজিদ

১৯৩০-এর দশক

১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাত গম্বুজ মসজিদ

এটা মোহাম্মদপুরের ‘সাত গম্বুজ মসজিদ’-এর আলোকচিত্র। বাংলার সুবেদার শায়েস্তা খাঁর দ্বিতীয় সুবেদারির সময় (১৬৭৯-৮৮ সাল) এটি তৈরি করা হয়েছিল। নদীর তীর ঘেঁষে তৈরি মসজিদটি কয়েক শতাব্দী ধরেই ঢাকার উল্লেখযোগ্য স্থাপনাগুলোর অন্যতম। উনিশ শতকের প্রথম দিকে ঢাকার কালেক্টর স্যার চার্লস ড’য়লির আঁকা ছবিতেও এটি স্থান পায়। এই আলোকচিত্রের কম্পোজিশন দেখে মনে হচ্ছে, আলোকচিত্রী ড’য়লির সেই ছবির মতো করে ছবি তুলতে চেয়েছেন।  রিদওয়ান আক্রাম

মন্তব্যসাতদিনের সেরা