kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

♦ ছবির ঢাকা

মহররমের তাজিয়া মিছিল

উনিশ শতকের প্রথম দিকে

রিদওয়ান আক্রাম   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহররমের তাজিয়া মিছিল

সে সময় ঢাকায় ঈদের মিছিলের সমান্তরালে মহররমের তাজিয়া মিছিলও বের হতো। এই মিছিলগুলোর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নায়েব নাজিমরা। নায়েব নাজিম নুসরত জঙ্গের সময়ই (শাসনকাল ১৭৮৫ থেকে ১৮২২ সাল) আঁকা হয় ঢাকার মহররমের তাজিয়া মিছিলের বেশ কিছু ছবি। আলম মুসাওয়ার নামে একজন বা একদল শিল্পী দিয়ে এই ছবিগুলো আঁকানো হয়েছিল।

বিজ্ঞাপন

সেসব ছবিরই এটি একটি।

 সাতদিনের সেরা