ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ২৭ দিন বাকি

হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্পের অভিবাসীবিরোধী মন্তব্য

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্পের অভিবাসীবিরোধী মন্তব্য
ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও অভিবাসীবিরোধী মন্তব্য করেছেন। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ট্রাম্প বলেছেন, হত্যার সাজা নিয়ে হাজার হাজার অভিবাসী এ দেশে ঢুকে পড়ে তাদের খারাপ জিনগত বৈশিষ্ট্য ছড়িয়ে দিচ্ছে। গত সোমবার এক সাক্ষাৎকারে অবৈধ অভিবাসীদের দ্বারা সংঘটিত কথিত হত্যাকাণ্ড নিয়ে আলোচনার সময় মন্তব্যটি করেন তিনি।

রক্ষণশীল ভাষ্যকার হিউ হিউয়েটকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের অভিবাসন নীতি নিয়ে আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ১৩ হাজার খুনি নির্বিঘ্নে সীমানা পেরিয়ে আমাদের দেশে এসে আনন্দে জীবন পার করছে। আপনারা একজন খুনির ব্যাপারে জানেন, আমার বিশ্বাস এটা (হত্যা) তাদের রক্তে আছে। আমাদের দেশে বর্তমানে এ রকম জিনগত বৈশিষ্ট্যের অনেক খারাপ লোক আছে।

ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে বারবার অভিবাসীদের আক্রমণ করে কথা বলেছেন।

বিশেষ করে অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ঢালাওভাবে অভিবাসীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন তিনি। এ ক্ষেত্রে অনেক সময় তিনি অমানবিক ভাষাও ব্যবহার করছেন।

ট্রাম্প সম্ভবত মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) থেকে রিপাবলিকান প্রতিনিধি টনি গঞ্জালেসকে দেওয়া একটি চিঠির বরাতে অভিবাসীদের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন। সূত্র : আলজাজিরা

মন্তব্য

সম্পর্কিত খবর

৮১ আফগান নাগরিককে প্রত্যাবাসন করল জার্মানি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
৮১ আফগান নাগরিককে প্রত্যাবাসন করল জার্মানি

৮১ জন আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে জার্মানি। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এটি দ্বিতীয়বারের মতো প্রত্যাবাসন এবং নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের অধীনে প্রথমবারের মতো এই পদক্ষেপ নেওয়া হলো। মার্জ তাঁর সরকারের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ফেরত পাঠানো সব আফগান নাগরিকের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল এবং তাঁরা জার্মান বিচার বিভাগের নজরে এসেছিলেন।

কাতারের সহায়তায় এবং কয়েক সপ্তাহের কূটনৈতিক আলোচনার পর এই প্রত্যাবাসন সম্পন্ন হয়।

চ্যান্সেলর মার্জ নিশ্চিত করেন যে, আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে, তবে এর বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান।

সাবেক চ্যান্সেলর ওলাফ শোলজের সরকার ১০ মাস আগে আফগানিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া পুনরায় শুরু করেছিল। শোলজ তখন আশ্রয়প্রার্থীদের দ্রুত ফেরত পাঠানোর অঙ্গীকার করেছিলেন।

সূত্র : এএফপি

 

মন্তব্য

আমার কিছু হলে সেনাপ্রধান দায়ী : ইমরান খান

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আমার কিছু হলে সেনাপ্রধান দায়ী : ইমরান খান
ইমরান খান

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। তিনি জেলবন্দি অবস্থায় দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুলে দলের নেতাদের উদ্দেশ করে বলেছেন, জেলে তাঁর বা তাঁর স্ত্রী বুশরা বিবির কিছু হলে সে জন্য দায়ী করতে হবে সেনাপ্রধান আসিম মুনিরকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে এমন অভিযোগ করেছেন ইমরান খান।

ইমরান খান বর্তমানে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দি।

এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন, গত কয়েক দিনে আমার সঙ্গে জেলে যে আচরণ করা হচ্ছে, তা আরো তীব্র হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তাঁর টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সব মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে।

ইমরানের দাবি, আসিম মুনির এসব কিছুর নেপথ্যে রয়েছেন। তাঁর নির্দেশেই জেলের মধ্যে অত্যাচারের শিকার হচ্ছেন সস্ত্রীক ইমরান। ইমরানের বক্তব্য, প্রধানমন্ত্রী থাকাকালীন আইএসআই প্রধানের পদ থেকে আমি মুনিরকে সরিয়ে দিয়েছিলাম। এর পরেই পিটিআইয়ের জুলফি বুখারির মাধ্যমে বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তা প্রত্যাখ্যান করে দিই আমি।

বুশরা বিবির মাধ্যমে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুনির। ইমরানের দাবি, এর পর থেকেই মুনিরের ক্ষোভ গিয়ে পড়ে বুশরা বিবি এবং তাঁর ওপরে।

তিনি পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশে বলেছেন, আমি সারাজীবন জেলে কাটাতে পারি, কিন্তু কোনোভাবেই অন্যায় এবং অত্যাচারের কাছে মাথা নত করব না। পাকিস্তানের নাগরিকদেরও বলছি, অন্যায়কে মাথা নিচু করে মেনে নেবেন না কোনো অবস্থাতেই।

এক সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেছেন, ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি ছোট কক্ষে আটকে রাখা হচ্ছে।

তাঁকে কোনো পত্রিকা, টেলিভিশন বা বই পড়তে দেওয়া হচ্ছে না। এমনকি তাঁর আইনজীবী ও পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের সঙ্গে এই আচরণকে অমানবিক হিসেবে উল্লেখ করেছেন ওয়াকাস আকরাম। তিনি বলেছেন, এটা এক ধরনের মানসিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন। আদালতের নির্দেশ অনুযায়ী ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে ইমরান খানের দেখা করার অধিকার থাকলেও তা মানা হচ্ছে না। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও বোন আলিমা খানও তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না বলেও জানান তিনি। আদালতের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ এনে আকরাম বলেন, এভাবে আদালতের আদেশ উপেক্ষা করা মানে বিচারব্যবস্থাকে অবমাননা করা। সূত্র : ডন, এনডিটিভি

মন্তব্য

সংঘর্ষ

শেয়ার
সংঘর্ষ
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়েইদা প্রদেশে কয়েক দিন ধরে স্থানীয় বেদুইন গোষ্ঠী ও দ্রুজ সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে। গতকাল সোয়েইদা শহরে দুই পক্ষের যোদ্ধাদের অবস্থান নিতে দেখা গেছে। ১৩ জুলাই থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এ পর্যন্ত ৯৪০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ছবি : এএফপি
মন্তব্য

মার্চ ফর প্যালেস্টাইন

শেয়ার
মার্চ ফর প্যালেস্টাইন
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গতকাল ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন’ নামের একটি সংগঠন। ছবি : এএফপি
মন্তব্য

সর্বশেষ সংবাদ