<p>টুইন টাওয়ার হামলার মূল পরিকল্পনাকারী আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন এখনো বেঁচে আছেন। তিনি আত্মগোপনে থেকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রভত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর ইউএস এক গোয়েন্দা প্রতিবেদনের বরাতে স্থানীয় সময় গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি এলাকায় হামজা বিন লাদেন আত্মগোপনে আছেন। সেখান থেকে তিনি ভাই আবদুল্লাহ বিন লাদেনকে সঙ্গে নিয়ে আল-কায়েদার নেতৃত্ব <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দিচ্ছেন।</span> তালেবানবিরোধী সামরিক <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জোট</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দ্য</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ন্যাশনাল</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মোবিলাইজেশন</span> ফ্রন্টের<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif"> (</span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এনএমএফ</span>) দাবি, আফগানিস্তানের পঞ্জশির <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রদেশের</span> দারা আবদুল্লাহ খেল জেলায় আছেন হামজা বিন লাদেন। সেখানে ৪৫০ জন আরব ও পাকিস্তানি তাঁর নিরাপত্তা দিচ্ছেন। হামজা বিন লাদেনের নেতৃত্বে আল-কায়েদা আবার সংগঠিত হয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিশানা করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে এনএমএফ। এর আগে জানা গিয়েছিল, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় হামজা বিন লাদেন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশে হামলার আহ্বান জানিয়ে হামজা বিন লাদেনের দেওয়া একটি অডিও বার্তা প্রকাশিত হওয়ার পরই মার্কিন হামলায় তাঁর নিহত হওয়ার খবর জানা যায়। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় হামজা বিন লাদেনের নাম আছে। সূত্র : এনডিটিভি</p> <p> </p>