<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফগানিস্তানের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার রিচার্ড বেনেটকে নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তাঁকে কাবুলে প্রবেশে নিষিদ্ধ করেছে তালেবান। গত মঙ্গলবার রাতে তালেবান প্রশাসনের মুখপাত্র আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজে একথা জানিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জেনেভায় জাতিসংঘের জেনেভাভিত্তিক মানবাধিকার কাউন্সিলের কাছে তথ্য জানান বেনেট। ২০২২ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটির মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন করতে বেশ কয়েকবার তিনি কাবুল সফর করেছেন। তিনি এর আগে বলেছিলেন, আফগানিস্তানে নারী ও মেয়েদের বিরুদ্ধে তালেবান যা করছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। এদিকে তালেবানের এমন পদক্ষেপ নিয়ে তাৎক্ষণিকভাবে বেনেট বা মানবাধিকার কাউন্সিল কোনো মন্তব্য করেনি। সূত্র : ডন</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>