<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘ ৫৫ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে অস্ট্রেলিয়া। এমভি নুনগাহ নামের ওই জাহাজডুবিতে ২১ জনের প্রাণহানি ঘটেছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৬৯ সালের ২৫ আগস্ট নিউ সাউথ ওয়েলসের উপকূলে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়েছিল ইস্পাত বোঝাই জাহাজটি। বিপত্সংকেত পাঠানোর কয়েক মিনিটের মধ্যে ২৬ জন ক্রু নিয়ে জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যায়। ওই সময় পাঁচজন জীবিত এবং একজন মৃত উদ্ধার করা হয়। এরপর রয়াল অস্ট্রেলিয়ান নেভি ডেস্ট্রয়ার, মাইনসুইপার, বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য বেশ কয়েকটি জাহাজ ব্যাপক অনুসন্ধান শুরু করে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ১২ ঘণ্টার উদ্ধার অভিযানে আলাদা দুটি লাইফ বোট থেকে দুজনের মরদেহ এবং সাগরে কাঠের তক্তায় আটকে থাকা অবস্থায় আরো তিনজনের মরদেহ উদ্ধার হয়। বাকি ১৫ জনসহ জাহাজটির কোনো খোঁজ পাওয়া যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অস্ট্রেলিয়ার বিজ্ঞান সংস্থা সম্প্রতি সাগরতলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এবং ভিডিও ফুটেজ দেখে জাহাজটির ধ্বংসাবশেষের অবস্থানস্থল নিশ্চিত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা গত বছরই সিডনি থেকে প্রায় ৪৬০ কিলোমিটার উত্তরে সাউথ ওয়েস্ট রকস উপকূলের গভীর পানিতে একটি ধ্বংসাবশেষ দেখতে পায়। ওই সময় থেকেই ধারণা করা হচ্ছিল, এটি এমভি নুনগাহর ধ্বংসাবশেষ হতে পারে। এবার প্রযুক্তির সাহায্যে বিষয়টি নিশ্চিত হয়েছে দেশটির বিজ্ঞান সংস্থা। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>