<p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গিয়ে তুলনামূলক তরুণ প্রার্থীকে সুযোগ দিতে জো বাইডেনের প্রতি আহবান জানিয়েছেন তাঁর দল ডেমোক্রেটিক পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতা। এক ফোনালাপে তাঁরা এই আহবান জানান বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজ। সম্প্রতি প্রেসিডেনশিয়াল বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর বাইডেনের বয়স ও আরেক মেয়াদে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে উদ্বেগ বেড়েছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ও অর্থদাতা তাঁকে সরে যাওয়ার আহবান জানান। সূত্র : বিবিসি</span></span></p>